ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

পাবজি, ফ্রি ফায়ার নিষিদ্ধের আদেশ হাইকোর্টে বহাল

পাবজি, ফ্রি ফায়ার নিষিদ্ধের আদেশ হাইকোর্টে বহাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২২ | ০৫:৪০ | আপডেট: ২০ এপ্রিল ২০২২ | ০৫:৪১

শিশু-কিশোরদের নৈতিক ও সামাজিক অবক্ষয়ের হাত থেকে বাঁচাতে দেশের সকল অনলাইন প্লাটফর্ম থেকে পাবজি ও ফ্রি ফায়ারের মতো ধ্বংসাত্মক অনলাইন গেম ও অ্যাপ নিষিদ্ধ করার পূর্বের আদেশ বহাল রেখেছেন হাইকোর্ট। এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াত সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার এই আদেশ দেন।

সিঙ্গাপুরের পাবজি নির্মাতা প্রতিষ্ঠান প্রপিমা বেটা পিটিই লিমিটেডের হাইকোর্টের পূর্বের আদেশ বাতিল চেয়ে এই রিট আবেদন করেন। তবে সেই রিট আবেদন খারিজ করেন হাইকোর্ট। ফলে পাবজি ও ফ্রি ফায়ারের মতো ধ্বংসাত্মক অনলাইন গেম ও অ্যাপ নিষিদ্ধের আদেশ বহাল রইলো।

এদিন আদালতে প্রপিমা বেটা পিটিই লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী সমীর সাত্তার। আর রিট আবেদনকারীর পক্ষে ছিলেন মোহাম্মদ হুমায়ুন কবীর পল্লব।

এর আগে গত বছরের ১৬ আগস্ট সরকারকে সব ধরনের ধ্বংসাত্মক অনলাইন গেম এবং পাবজি ও ফ্রি ফায়ারের মতো অ্যাপ বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। পাশাপাশি টিকটক, লাইকি, বিগো লাইভ, পাবজি এবং ফ্রি ফায়ারের মতো অনলাইন গেম এবং অ্যাপগুলো নিষিদ্ধ করা হবে না এবং এজন্য সরকারের সংশ্নিষ্ঠ কর্তৃপক্ষের নিস্ট্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না-জানতে চেয়ে রুল জারি করেছিলেন।

আরও পড়ুন

×