রোমে বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন আইজিপি

রোমে দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন আইজিপি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৪ মে ২০২২ | ০৮:৪৩ | আপডেট: ১৪ মে ২০২২ | ০৮:৪৩
ইতালি সফররত পুলিশপ্রধান ড. বেনজীর আহমেদ রোমে বাংলাদেশ দূতাবাসে অবস্থিত বঙ্গবন্ধু কর্নারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন। এর আগে তিনি দূতাবাসে পৌঁছালে রাষ্ট্রদূত মো. শামীম আহসান তাকে অভ্যর্থনা জানান।
শনিবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) মো. কামরুজ্জামান জানিয়েছেন, আইজিপি বঙ্গবন্ধু কর্নারে পুষ্পস্তবক অর্পণ শেষে দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের সঙ্গে সৌজন্য বৈঠক করেন।
বাংলাদেশ দূতাবাস প্রধানমন্ত্রীর প্রবাসীবান্ধব নীতি অনুসরণ করে নিরলসভাবে বাংলাদেশের প্রবাসী নাগরিকদের সেবা প্রদান করায় আইজিপি দূতাবাসের কর্মকর্তা ও স্টাফদের আন্তরিক ধন্যবাদ জানান।
ওই সময়ে রাষ্ট্রদূত শামীম আহসান ইতালিতে থাকা অবৈধ অভিবাসীদের কাগজপত্রের বিষয় সমাধানের জন্য আইজিপির দৃষ্টি আকর্ষণ করেন। এক্ষেত্রে আইজিপি এবং ইতালির রাষ্ট্রদূত এ সমস্যা সমাধানের জন্য সরকারের প্রচলিত নীতির আলোকে সমাধানের বিষয়ে সম্মিলিতভাবে উদ্যোগ নেওয়ার বিষয়ে ঐকমত্য প্রকাশ করেন।
পুলিশ সদরদপ্তর জানিয়েছে, ইতালি সফররত আইজিপি ড. বেনজীর আহমেদ আগামী ১৭ মে দেশে ফিরে আসবেন।