২৫০০ নিবন্ধনধারী শিক্ষককে নিয়োগের নির্দেশ হাইকোর্টের

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ জুন ২০২২ | ০৬:৪৩ | আপডেট: ০১ জুন ২০২২ | ০৬:৪৪
১৩তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ দুই হাজার ৫০০ জনকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ দিতে রায় দিয়েছেন হাইকোর্ট। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান ও শিক্ষা মন্ত্রণালয় সচিবসহ সংশ্লিষ্টদের এই নির্দেশ দেওয়া হয়।
বিচারপতি কাশেফা হোসেন ও বিচারপতি ফাতেমা নজীব সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার এ বিষয়ে পৃথক ৯টি রুল যথাযথ ঘোষণা করে এই রায় দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এম মনিরুজ্জামান আসাদ, মোহাম্মদ সিদ্দিক উল্লাহ মিয়া ও মো. ফারুক হোসেন।
আইনজীবী সিদ্দিক উল্লাহ্ মিয়া সাংবাদিকদের বলেন, ২০১৬ সালে ১৩তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ করা হয়। পরে তিন ধাপে পরীক্ষা নিয়ে চুড়ান্তভাবে উত্তীর্ণদের তালিকা প্রকাশ করে এনটিসিআরএ। কিন্তু এখনও নিবন্ধনধারীদের নিয়োগ দেওয়া হয়নি। এজন্য সংক্ষুব্ধদের মধ্যে ২৫০০ জন হাইকোর্টে পৃথক রিট দায়ের করেন। ওই রিটের পৃথক ৯টি জারি করা হয়। বুধবার রুলের চূড়ান্ত শুনানি নিয়ে রায় দেন হাইকোর্ট।