ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

পদ্মা সেতু দেশের দক্ষিণাঞ্চলের চেহারা পাল্টে দেবে: পরিকল্পনামন্ত্রী

পদ্মা সেতু দেশের দক্ষিণাঞ্চলের চেহারা পাল্টে দেবে: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান- ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ জুন ২০২২ | ০৯:৪৪ | আপডেট: ১১ জুন ২০২২ | ০৯:৪৪

পদ্মা সেতুকে কেন্দ্র করে দেশের দক্ষিণাঞ্চলে ব্যবসা-বাণিজ্যে ব্যাপক প্রসার ঘটবে বলে মনে করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, ‘পদ্মা সেতু দক্ষিণাঞ্চলের চেহারা পাল্টে দেবে। পরিবেশসম্মত ও পরিকল্পিত শিল্প কারখানা গড়ে তোলা গেলে আগামীতে দক্ষিণাঞ্চলই হবে দেশের সবচেয়ে উন্নত এলাকা।’

শনিবার দুপুরে বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত ‘পদ্মা সেতু: দক্ষিণাঞ্চলের স্বপ্ন বুনন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে আয়োজিত এই সেমিনারে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি তারিকুল ইসলাম মাসুম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘একটা সেতুর জন্য এত মানুষ উন্মুখ হয়ে বসে আছে, এটা অবিশ্বাস্য ঘটনা। পদ্মা সেতু আসলে সারাদেশের মানুষের স্বপ্ন বুনন। এই মহাকাণ্ডের কাণ্ডারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

পদ্মা সেুতর সমালোচকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘পণ্ডিতরা পণ্ডিতের জায়গায় থাকুক। আমরা সাধারণ মানুষ, নতুন যে উদ্যম আমরা সেই উদ্যমের সঙ্গে থাকব। সেটা পদ্মা সেতু হোক, কর্নফুলি টানেল হোক, বিদ্যুতায়ন হোক।’

সেমিনারে মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, ‘পদ্মা সেতু নিয়ে নোংরা রাজনীতি হয়েছে। ষড়যন্ত্র হয়েছে। কিন্তু সবকিছু পেছনে ফেলে সেতু নির্মাণ শেষ হয়েছে। আগামীতে অর্থনীতির নতুন দ্বার উন্মোচিত হবে পদ্মা সেতুকে কেন্দ্র করে।

আরও পড়ুন

×