রাশিয়া থেকে গম কেনার চেষ্টা করছে সরকার, রয়টার্সের প্রতিবেদন

প্রতীকী ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ জুন ২০২২ | ০৯:১২ | আপডেট: ২২ জুন ২০২২ | ০৯:৩৫
ভারত রপ্তানি বন্ধ করার পর রাশিয়ার কাছ থেকে গম কেনার চেষ্টা করছে বাংলাদেশ সরকার।
বুধবার সরকার ও বাণিজ্য কর্মকর্তারা রয়টার্সকে বলেন, জিটুজি পদ্ধতিতে রাশিয়া থেকে গম আমদানির চেষ্টা করা হচ্ছে।
যদি বিশ্বের সর্ববৃহৎ গম রপ্তানিকারক দেশ রাশিয়ার সঙ্গে চুক্তি হয় তবে তা ঢাকার চাহিদা মেটাতে সহায়তা করবে বলে মনে করেন কর্মকর্তারা।
খাদ্য মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, চুক্তি চূড়ান্ত করতে রাশিয়ার সঙ্গে বৃহস্পতিবার একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হবে।
নাম প্রকাশ না করে ওই কর্মকর্তা বলেন, আমরা প্রাথমিক পর্যায়ে রাশিয়ার কাছ থেকে দুই লাখ টন গম চাইব।
তবে খাদ্য মন্ত্রণালয় এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।
বাংলাদেশ ৭০ লাখ টন গম আমদানি করে। আর গত বছর আমদানির দুই তৃতীয়াংশ করা হয়েছিল ভারত থেকে। কিন্তু ভারত রপ্তানি বন্ধ করে দেওয়ায় ঢাকা চেয়েছিল আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সরবরাহ নিশ্চিত করতে। কিন্তু মূল্য বেশি হওয়ায় তা বাদ হয়ে যায়।
এদিকে রাশিয়ার সঙ্গে যদি চুক্তি হয় তবে দেশটির ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে গমের মূল্য পরিশোধে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বাংলাদেশ।
এ বিষয়ে খাদ্য মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, মূল্য পরিশোধসহ সব ধরনের প্রসঙ্গ বৈঠকে আলোচিত হবে। এখন দেখা যাক কী হয়।