ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ট্রেন আটকে বিক্ষোভ

আগামী রোববার সিল্কসিটি ট্রেন চলবে

আগামী রোববার সিল্কসিটি ট্রেন চলবে

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২০ জুলাই ২০২২ | ০২:৪৩ | আপডেট: ২০ জুলাই ২০২২ | ০২:৫৩

টিকিট কালোবাজারি বন্ধ এবং আগামী রোববার ঢাকা থেকে রাজশাহীগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে ট্রেন আটকে চার ঘণ্টা বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তিচ্ছু শিক্ষার্থীরা এ বিক্ষোভ করেন বলে জানা গেছে। এর প্রেক্ষিতে রোববার সাপ্তাহিক বন্ধ থাকা সত্ত্বেও সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

ঢাকা বিভাগীয় রেল ব্যাবস্থাপক (ডিআরএম) মোহাম্মদ শফিকুর রহমান বুধবার দুপুরে সমকালকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘আগামী রোববার রাবির ভর্তি পরীক্ষা রয়েছে। এ কারণে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পরীক্ষা দিতে সেখানে যেতে হবে। এতে ওইদিন শিক্ষার্থী ও অভিভাবকদের টিকিট কেনার প্রবণতা বেড়ে গেছে। তারা ট্রেনের টিকিট পাচ্ছেন না দাবি করেন এবং সিল্কসিটি এক্সপ্রেস চালুর দাবি করেন। এ নিয়ে বিক্ষোভ করে চার ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত করেছেন। পরে সিল্কসিটি এক্সপ্রেস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার সমকালকে জানান, দুপুর ১টার দিকে ঢাকা-দিনাজপুর-পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে গেছে। এটি প্রায় ২ ঘণ্টা দেরিতে ছেড়েছে। এ ছাড়া পর্যায়ক্রমে আরও কিছু ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে।

এদিকে বিমানবন্দর রেল স্টেশন সূত্র জানিয়েছে, দুপুর পৌনে ১টায় স্টেশন কর্তৃপক্ষের আশ্বাসে রেললাইন ছেড়ে বিমানবন্দরের তিন নম্বর কাউন্টারে অবস্থান নিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থী ও যাত্রীরা। এরপরই ধীরে ধীরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে সকাল ৯টার দিকে রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি আটকে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। পরে সাধারণ যাত্রীরাও ট্রেন থেকে নেমে বিক্ষোভে সামিল হন। এতে কমলাপুর থেকে নারায়ণগঞ্জ ছাড়া আর কোনো অঞ্চলের ট্রেন ছেড়ে যেতে পারেনি।

আরও পড়ুন

×