ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

জামিন পাননি হাজী সেলিম, আপিল শুনানি ২৩ অক্টোবর

জামিন পাননি হাজী সেলিম, আপিল শুনানি ২৩ অক্টোবর

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ আগস্ট ২০২২ | ০৬:২৫ | আপডেট: ০১ আগস্ট ২০২২ | ০৬:২৫

অবৈধ সম্পদ অর্জনের মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত সরকারদলীয় ঢাকার সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে জামিন দেননি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। 

সোমবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বেঞ্চ আসামির জামিন আবেদন মঞ্জুর না করে তা নথিভুক্ত রাখার আদেশ দেন। একই সঙ্গে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে হাজী সেলিমের করা রিট টু আপিল শুনানির জন্য ২৩ অক্টোবর দিন ধার্য করেন সর্বোচ্চ আদালত।

আদালতে হাজী সেলিমের পক্ষে শুনানি করেছেন জ্যেষ্ঠ আইনজীবী সাঈদ আহমেদ রাজা। দুদকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান।

খুরশীদ আলম খান বলেন, জামিন আবেদন নথিভুক্ত করে রেখেছেন আদালত। আর তার লিভ টু আপিলের শুনানির জন্য ২৩ অক্টোবর দিন ধার্য রেখেছেন।

এর আগে গত ৬ জুন আপিল বিভাগের চেম্বার জজ আদালত হাজী সেলিমের জামিন আবেদন নিয়মিত বেঞ্চে ১ আগস্ট শুনানির জন্য দিন ঠিক করেন।

হাইকোর্টের নির্দেশে গত ২২ মে ঢাকার ৭ নম্বর বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন হাজী সেলিম। বিচারক শহীদুল ইসলাম তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে তাকে কেরানীগঞ্জ কারাগারে পাঠানো হয়।

পরদিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে তাকে কারা তত্ত্বাবধানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। এখনও তিনি সেখানেই আছেন।


আরও পড়ুন

×