সেন্ট্রাল উইমেন্স বিশ্ববিদ্যালয়ে বসন্তবরণ
-samakal-5e45857bbfcb2.jpg)
বসন্তবরণ অনুষ্ঠানে আগত শিক্ষার্থীদের একাংশ -সমকাল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২০ | ১১:২০
নতুনের জয়োৎসবকে স্বাগত জানিয়ে বসন্তকে বরণ করেছে সেন্ট্রাল উইমেন্স বিশ্ববিদ্যালয়।
বৃহস্পতিবার দিনব্যাপী নাচ, গান আর আবৃত্তির আনন্দ আয়োজনে বসন্ত বরণের উৎসব করেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।
বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ফুল আর কাগজে তৈরি নানা নকশায় সাজিয়ে তোলেন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। নিজেরা সাজেন বসন্তের সাজে।
শিক্ষার্থীদের দিনব্যাপী এই আনন্দযজ্ঞে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. পারভীন হাসান এবং বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা।