গণপরিবহনের অভাব উবারের সফলতার অন্যতম কারণ: সালমান এফ রহমান

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২২ | ০৯:০০ | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২২ | ০৯:০০
আন্তর্জাতিক রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার সেবার মাধ্যমে ২০২১ সালে বাংলাদেশের অর্থনীতিতে ৪ হাজার ৫০০ কোটি টাকা যুক্ত করেছে। উবার নারীদের যাতায়াত সহজ ও নিরাপদ করেছে ৷ এক গবেষণা প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে।
রোববার গুলশানে একটি হোটেলে প্রতিবেদনটি তুলে ধরে উবার বাংলাদেশ। ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, দেশে গণপরিবহনের অভাব উবারের সফলতার অন্যতম কারণ। দেশে ট্যাক্সি না থাকায় এই শূন্যতা পূরণ করেছে উবার।
পাবলিক ফার্স্টের নীতি ও গবেষণাবিষয়ক পরিচালক জোনাথন ডুপন্ট 'বাংলাদেশের অর্থনীতিতে উবারের প্রভাব' শীর্ষক গবেষণা প্রতিবেদনের বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, গবেষণার অংশ হিসেবে অনলাইনে ১ হাজার ২৯ জন গ্রাহকের ওপর জরিপ চালানো হয়। এ ছাড়া ৯৮৭ জন চালক জরিপে অংশ নেন।
অনুষ্ঠানে বলা হয়, নারীর একা যাতায়াতে নিরাপত্তার যে সংকট, তার অনেকটাই দূর করেছে উবার। সবচেয়ে বেশি উবার ব্যবহার হয় অফিসে যাওয়ার ক্ষেত্রে। এ ছাড়া চালকদের ৭৩ শতাংশ উবার অ্যাপ ব্যবহারে সন্তুষ্টি ও ২০ শতাংশ অসন্তুষ্টির কথা জানিয়েছেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এ এম জিয়াউল আলম, উবারের দক্ষিণ এশিয়ার পরিচালক শিভা শৈলেন্দ্রন, বাংলাদেশ ও পূর্ব এশিয়ার প্রধান মোহাম্মদ আলী আরমানুর রহমান প্রমুখ ৷
এদিকে উবারে যাতায়াত করেন এমন অনেকে সমকালের কাছে অভিযোগ করেন, শুরুর মতো সেবা মিলছে না৷ যাত্রীদের ইচ্ছামতো গন্তব্যে না যেতে চাওয়া, অতিরিক্ত বিল আসা নিয়ে গ্রাহকরা অসন্তুষ্টির কথা জানিয়েছেন ৷ তারা বলেন,এসব সমস্যা প্রতিকারে তেমন কোনো সুযোগ রাখা হয়নি।
- বিষয় :
- সালমান এফ রহমান
- উবার
- গণপরিবহন