ঠাকুরগাঁও ও মানিকগঞ্জে ধর্ষণের ঘটনায় মহিলা পরিষদের উদ্বেগ

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২২ | ১০:৪৪ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২২ | ১০:৪৪
ঠাকুরগাঁও জেলায় রাস্তা থেকে তুলে নিয়ে গুদামঘরে আটকে রেখে নবম শ্রেণির শিক্ষার্থীকে এবং মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বাসা ভাড়া খুঁজতে যাওয়া তরুণীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। সেই সঙ্গে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান সংগঠনের নেতারা।
রোববার পরিষদ সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গত ৯ সেপ্টেম্বর নিজ গ্রামের বাড়ি থেকে ঠাকুরগাঁও কারাগারে বাবা ও ভাইকে দেখতে যাওয়ার সময় বালিয়াডাঙ্গীর বেলসাড়া গ্রামের বাবলু, তালেব, আসলামসহ পাঁচজনের একটি দল ওই স্কুলছাত্রীতে তুলে নিয়ে ধর্ষণ করে।
অপর ঘটনায় মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বাসা ভাড়া খুঁজতে যাওয়া তরুণীকে ধর্ষণ করে স্থানীয় মনির, আনিছ ও ফুলচান মিয়া।
বিবৃতিতে আরও বলা হয়, সম্প্রতি দলবদ্ধ ধর্ষণের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। ঘরে-বাইরে চরম নিরাপত্তা হুমকির সম্মুখীন নারীর স্বাধীন চলাচল ও কর্মক্ষেত্রে অংশগ্রহণে বাধা সৃষ্টি হচ্ছে। এ পরিস্থিতি আইনশৃঙ্খলা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করছে। এ অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে দ্রুত বিচার নিশ্চিতকরণে আশু কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি জানায় সংগঠনটি।