তিন ইসলামী ব্যাংকে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করবে দুদক

দুর্নীতি দমন কমিশন। ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২২ | ০৯:২২ | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২২ | ০৯:২২
তিনটি ইসলামী ব্যাংকে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তিন ব্যাংকের বিরুদ্ধে অভিযোগগুলো পরীক্ষা-নিরীক্ষা করে দুদক অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংক তিনটি হলো- ইসলামী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক।
দুদক সচিব বলেন, তিনটি ইসলামী ব্যাংকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগগুলো অনুসন্ধানের জন্য কর্মকর্তা নিযুক্ত করা হয়েছে। অনুসন্ধান কাজ শুরু হওয়ার পরই অনুসন্ধান কর্মকর্তা প্রয়োজন অনুসারে বিভিন্ন সংস্থায় চিঠি পাঠিয়ে তথ্য সংগ্রহ করবেন। অনুসন্ধান কর্মকর্তারা আইন অনুযায়ী কার্যক্রম চালিয়ে যাবেন।
এই তিনটি ব্যাংক থেকে বিভিন্ন প্রতিষ্ঠান বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছে বলে সম্প্রতি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এসব অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধানে নামছে দুদক।
অর্থ পাচার রোধে কার্যক্রম: বিদেশে অর্থ পাচার নিয়ে এক প্রশ্নের জবাবে দুদক সচিব বলেন, অর্থ পাচার রোধে যথাযথ কার্যক্রম গ্রহণ করতে উচ্চ আদালত দুদকের প্রতি নির্দেশনা দিয়েছেন। কমিশন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে চিঠি পাঠিয়েছে। এ জন্য একটি নির্দিষ্ট কমিটি রয়েছে। অর্থ পাচার বন্ধ করা এবং পাচার হওয়া অর্থ ফেরত আনার লক্ষ্যে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি করা যায় কিনা, এসব নিয়ে কাজ করছে কমিটি। চুক্তি হলে পাচার হওয়া অর্থ ফেরত আনতে ওইসব দেশে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকুয়েস্ট (এমএলএআর) পাঠানো হবে। তিনি আশা প্রকাশ করেন, শিগগির এ ক্ষেত্রে ফল পাওয়া যাবে।
দুর্নীতিবিরোধী দিবস পালনে কর্মসূচি: ব্রিফিংয়ে দুদক সচিব দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেন। এবার দিবসটির প্রতিপাদ্য হচ্ছে- 'দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব'। এ উপলক্ষে আগামীকাল সকাল ৯টায় রাজধানীতে দুদক কার্যালয় প্রাঙ্গণে মানববন্ধন হবে। সকাল ১০টায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও দুদক মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান করা হবে। জেলা ও উপজেলা পর্যায়েও কর্মসূচি পালন করা হবে।