ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ক্যানসার আক্রান্ত ফারাহতুলের পাশে দাঁড়ানোর আহ্বান

ক্যানসার আক্রান্ত ফারাহতুলের পাশে দাঁড়ানোর আহ্বান

মো. ফারাহতুল মাহমুদ হাসান।

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২২ | ১২:০৮ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২২ | ১২:০৮

১৩ বছরের ফুটফুটে শিশু মো. ফারাহতুল মাহমুদ হাসান। পাঁচ বছর ধরে ব্লাড ক্যানসারসহ তিনটি জটিল রোগের সঙ্গে যুদ্ধ করছে সে। বর্তমানে তাঁর স্বাস্থ্যের দ্রুত অবনতি হচ্ছে। যত দ্রুত সম্ভব বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টেশান করতে হবে জানিয়েছেন চিকিৎসকেরা। এ জন্য খরচ হবে ৫০ লাখ টাকা। শিশুটির পরিবারের পক্ষে এই খরচ বহন করা সম্ভব হচ্ছে না। সমাজের বিত্তবানরা হাত বাড়ালে চিকিৎসায় সুস্থ হয়ে উঠবে মেধাবী শিশুটি। 

ফারাহতুল মাহমুদ রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বনশ্রী শাখার সপ্তম শ্রেণির ছাত্র। দ্বিতীয় শ্রেণিতে পড়ার সময় তার হেপাটাইটিস সি ভাইরাস, ই বিটা থ্যালাসেমিয়া মেজর এবং ব্লাড ক্যানসার ধরা পড়ে। 

তার বাবা সাদেকুল ইসলাম সমকালকে বলেন, সময় যত যাচ্ছে ছেলের স্বাস্থ্যের অবনতি হচ্ছে। চিকিৎসকরা অতিদ্রুত বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টেশান করাতে বলেছেন। কিন্তু এ জন্য ৫০ লাখ টাকা দরকার, যা আমার সামর্থ্যের বাইরে। 

তিনি বলেন, সমাজের বিত্তবানরা হাত বাড়িয়ে দিলে আমার সন্তানের চিকিৎসা সহজ হবে। আমার সন্তানের সুচিকিৎসার জন্য সকলকে পাশে দাঁড়ানোর বিনীত অনুরোধ জানাই।

সাদেকুল ইসলাম বলেন, চার বছর ধরে ভারতের চেন্নাইয়ে অ্যাপোলো ক্যানসার হাসপাতালে ছেলের চিকিৎসা করাচ্ছি। এছাড়া ঢাকা মেডিকেল কলেজের হেমাটলজি বিভাগের সাবেক চেয়ারম্যান এম এ খানের অধীনেও চিকিৎসাধীন। প্রতিমাসে পাঁচ ব্যাগ ব্লাড ও প্রতিদিন পাঁচ হাজার টাকার ওষুধ লাগছে। এ পর্যন্ত এক কোটি টাকার ওপরে খরচ করেছি। আমার সামর্থ্য এখন তলানিতে ঠেকে গেছে। 

ফারাহতুল মাহমুদের বাবা সাদেকুল ইসলাম রংপুরের পীরগঞ্জ থানার রাঁধাকৃষ্ণপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে। বর্তমানে থাকেন রাজধানীর বনশ্রীতে। তার সঙ্গে যোগাযোগ করা যাবে ০১৮৬৪ ২৯ ১৩ ২৭ ও ০১৮৬৪ ২৯ ১৩ ২৮ নম্বরে। দুটি নাম্বারেই বিকাশ ও নগদ অ্যাকাউন্ট খোলা আছে। চাইলে এতে সহায়তা পাঠানো যাবে। 

এছাড়া যে ব্যাংক অ্যাকাউন্টগুলোতে টাকা পাঠানো যাবে সেগুলো হলো-

১. মো. সাদেকুল ইসলাম, সঞ্চয় হিসাব নং- ২০৫০ ২২৬০ ২০১২ ৫১১০৮, ইসলামী ব্যাংক লিঃ, রামপুরা শাখা। 

২. মো. সাদেকুল ইসলাম, সঞ্চয় হিসাব নং- ১৭৮ ১৫১ ১১০ ৬০৫, ডাচ-বাংলা ব্যাংক লিঃ, রামপুরা শাখা। 

৩. মো. সাদেকুল ইসলাম, সঞ্চয় হিসাব নং- ১৯২২ ১০৭০ ০১০৪ ৪০, প্রাইম ব্যাংক লিঃ, বনশ্রী শাখা। 

আরও পড়ুন

×