ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

কমলাপুর রেলস্টেশন। ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২২ | ১০:১৪ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২২ | ১০:১৪

দেশের বিভিন্ন স্থানে ট্রেনের টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত রয়েছে একাধিক সংঘবদ্ধ চক্র। রাজধানীর কমলাপুর রেলস্টেশনে এই কালোবাজারি চক্রের হোতা আব্দুল হাকিম। তিনিসহ চক্রের অন্য সদস্যরা তাঁদের জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে এগুলো সংগ্রহ করতেন। এ ছাড়া অনলাইনে বিভিন্নজনের পরিচয়পত্র ও মোবাইল ফোন নম্বর ব্যবহার করেও কিনতেন টিকিট। পরে ট্রেন ছাড়ার ৩ থেকে ৪ ঘণ্টা আগে মজুতকৃত টিকিট দুই থেকে তিন গুণ বেশি দামে বিভিন্নজনের কাছে বিক্রি করতেন তাঁরা।

বৃহস্পতিবার কমলাপুর রেলস্টেশন এলাকা থেকে এ চক্রের ছয়জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৩। তাঁদের কাছ থেকে ২১টি কালোবাজারি টিকিট, পাঁচটি মোবাইল ফোনসেট, তিনটি সিমকার্ড, দুটি মানিব্যাগ, একটি আইডিকার্ড এবং টিকিট বিক্রির ৯ হাজার ৮১৮ টাকা উদ্ধার করে র‌্যাব।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- কালোবাজারি চক্রের হোতা আব্দুল হাকিম, জয়নাল আবেদীন, মো. শামীম ওরফে সম্রাট, আব্দুল জলিল, খোকন মিয়া ও উজ্জ্বল ভূঁইয়া।

শুক্রবার দুপুরে রাজধানীর টিকাটুলিতে র‌্যাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-৩-এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

র‌্যাব জানায়, দীর্ঘদিন ধরে আব্দুল হাকিমের নেতৃত্বে কমলাপুর রেলস্টেশনের একটি চক্র দেশের বিভিন্ন জেলার রেলস্টেশনে তাঁদের এজেন্টের সঙ্গে যোগসাজশের মাধ্যমে টিকিট কালোবাজারির কার্যক্রম চালিয়ে আসছিল। রেলস্টেশনে বরাদ্দকৃত টিকিটের অর্ধেক বিক্রি হয় অনলাইনে। তাই অনেকেই কাউন্টার থেকে টিকিট কিনতে ব্যর্থ হতেন। কালোবাজারির এ চক্র রেলস্টেশনে লাইনে দাঁড়িয়ে একেকটি এনআইডি দিয়ে একাধিক টিকিট এবং রিকশাওয়ালা, কুলি, দিনমজুরকে টাকার বিনিময়ে লাইনে দাঁড় করিয়ে তাঁদের মাধ্যমে টিকিট সংগ্রহ করতেন। এ ছাড়া অনলাইনে বিভিন্ন পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করেও টিকিট সংগ্রহ করত চক্রটি। পরে টিকিট কাউন্টার থেকে টিকিট না পাওয়া যাত্রীদের কাছে দুই থেকে তিন গুণ দামে ওই টিকিট বিক্রি করতেন। তাঁরা ঈদের ছুটিকে কেন্দ্র করে ৫০০ টাকার টিকিট সর্বোচ্চ ২ হাজার টাকায়ও বিক্রি করেছেন।

আরও পড়ুন

×