পাওনা টাকা অপারেটরদেরকে অবশ্যই পরিশোধ করতে হবে: বিটিআরসি

বিটিআরসির সংবাদ সম্মেলন।
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৩ | ১৬:৩৬ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৩ | ১৬:৩৯
মোবাইল অপারেটরদের কাছে যে পাওনা রয়েছে তা অবশ্যই পরিশোধ করতে হবে বলে জানিয়েছেন টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ। তিনি জানান, সাধারণ মানুষের টাকা অবশ্যই অপারেটরদেরকে দিতে হবে। বিটিআরসি যত আইনকানুন ও পলিসি প্রণয়ন করেছে তা এ খাতের বিকাশের জন্য।
আজ রোববার এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বিটিআরসি। সেখানে এসব কথা জানানো হয়।
এ সময় সংস্থাটির কমিশনার আবু সৈয়দ দিলজার হোসেন (লিগ্যাল এন্ড লাইসেন্সিং) বলেন, মোবাইল অপারেটররা বিটিআরসির পাওনা বাবদ প্রকৃত টাকা না দিয়ে ভ্যাটের নাম করে ১৫% অর্থ কেটে রাখে। আদালতের রায়ে এই অর্থ দিতে হবে অপারেটরদের। পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর সংশ্লিষ্ট অপারেটরদের কাছ পাওনা আদায়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
কমিশনার (স্পেকট্রাম) শেখ রিয়াজ আহমেদ বলেন, প্রায় আড়াই হাজার কোটি টাকা সরকারের রাজস্ব এবং জনগণের অর্থ। অপারেটরদেরকে এই অর্থ অবশ্যই পরিশোধ করতে হবে। কমিশনার ড. মুশফিক মান্নান চৌধুরী (অর্থ, হিসাব ও রাজস্ব) বলেন, বিটিআরসি সরকারের কোষাগারে দ্বিতীয় সর্বোচ্চ রাজস্ব দিয়ে আসছে।
মহাপরিচালক (সিস্টেম এন্ড সার্ভিসেস) ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ বলেন, অপারেটরদের বিনিয়োগ এবং কস্ট ম্যানেজমেন্টের বিষয়সমূহ তাদের নিজস্ব বিষয়। অপারেটরদের লাভ-ক্ষতির বিষয়গুলো নিয়ন্ত্রক সংস্থার বিবেচ্য বিষয় নয় এবং বিটিআরসির প্রাপ্য তাদের পরিশোধ করতে হবে।
মহাপরিচালক (লিগ্যাল এন্ড লাইসেন্সিং) কুমার কুন্ডু জানান, গত ২২ নভেম্বর পর্যন্ত চার অপারেটরকে ২ হাজার ৪১৩ কোটি ৭৭ লাখ টাকা দিতে হবে। এরমধ্যে গ্রামীণফোন দেবে ১ হাজার ৬৩৮ কোটি ৮৫ লাখ টাকা। বাংলালিংক ৬২৫ কোটি ২৭ লাখ টাকা, রবি ৫৬৫ কোটি ৫৮ লাখ টাকা এবং এয়ারটেল ৫৯ কোটি ৫ লাখ টাকা পরিশোধ করবে।
বিটিআরসির আইনজীবী ব্যারিস্টার খন্দকার রেজা-ই-রাকিব বলেন, অপারেটরদের নিকট অন্যায়ভাবে কোনো অর্থ দাবি করা হয়নি।
ভ্যাটের প্রদানে রিবেট সুবিধা সবক্ষেত্রে প্রযোজ্য নয় জানিয়ে তিনি বলেন, রিবেট পাওয়ার জন্য যেসব বিষয় দরকার তা এখানে বিদ্যমান নেই। পূর্ণাঙ্গ রায়ের আগে এই সংবাদ সম্মেলন করায় আইনের ব্যত্যয় ঘটেনি।
বিটিআরসির তারেক হাসান সিদ্দিকীর (লিগ্যাল এন্ড লাইসেন্সিং বিভাগের পরিচালক) সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মহাপরিচালক (প্রশাসন) মো. দেলোয়ার হোসাইন, মহাপরিচালক (ইঞ্জিনিয়ারিং এন্ড অপারেশন্স ) ব্রিগেডিয়ার জেনারেল মো. এহসানুল কবীর, মহাপরিচালক (স্পেকক্ট্রাম) ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান জুয়েলসহ বিটিআরসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
- বিষয় :
- বিটিআরসি
- মোবাইল অপারেটর