কলেজ জাতীয়করণের তারিখ থেকে নিয়মিতকরণ চান অ্যাডহক প্রভাষকরা

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে করে বিসিএস সাধারণ শিক্ষ পরিষদ। ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৩ | ১৬:৪৮ | আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৩ | ১৬:৪৮
বিসিএস ক্যাডারের কাম্য যোগ্যতাসম্পন্ন শিক্ষক-কর্মচারীদের নিয়মিতকরণসহ আট দফা দাবি জানিয়েছেন দেশের বিভিন্ন কলেজে অ্যাডহক নিয়োগপ্রাপ্ত প্রভাষকরা। রোববার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে সংবাদ সম্মেলনে তাঁরা এসব দাবি জানান। বিসিএস সাধারণ শিক্ষা পরিষদের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে দাবি পূরণে এক মাসের সময়সীমাও বেঁধে দেওয়া হয়।
অন্য দাবিগুলো হলো- জাতীয়করণকৃত কলেজ শিক্ষক ও অশিক্ষক কর্মচারী আত্মীকরণ বিধিমালা-২০০০ অনুযায়ী প্রতিষ্ঠান জাতীয়করণের তারিখ থেকে নিয়মিতকরণ কার্যকর করা, 'ইফেক্টিভ সার্ভিস' গণনা করে জ্যেষ্ঠতা দেওয়া, স্থায়ীকরণ ও পদোন্নতির যোগ্যতা অর্জনকারী শিক্ষকদের দ্রুত স্থায়ীকরণ এবং পদোন্নতি প্রদান করা, পঞ্চাশোর্ধ্ব শিক্ষকদের প্রমার্জনের বিধানমাফিক দ্রুত স্থায়ীকরণ করা, নিয়মিত ও স্থায়ীকরণ থেকে না হওয়ায় ২০ শতাংশ আর্থিক সুবিধাবঞ্চিত অবসরপ্রাপ্ত শিক্ষকদের মানবিক দিক বিবেচনা করে দ্রুত স্থায়ীকরণের মাধ্যমে শতভাগ আর্থিক সুবিধা দেওয়া, শিক্ষকদের হয়রানিকারী ও বঞ্চনাকারী কর্মকর্তাদের চিহ্নিত করে তাদের দপ্তর পরিবর্তন করা এবং সরকারি উচ্চ দপ্তরের কর্মকর্তাদের শিক্ষকদের প্রতি সহনশীল আচরণ করা।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন পরিষদের আহ্বায়ক মিজানুর রহমান, সদস্য সচিব মুহাম্মদ আবদুল কাইয়ুম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস.এম. শামীম প্রমুখ। পরে তাঁরা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সামনে মানববন্ধন করেন এবং তাদের প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেয়।