ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের তৎপরতা

তুরস্কে ধসে পড়া ভবন থেকে আরও ৩ মরদেহ উদ্ধার

তুরস্কে ধসে পড়া ভবন থেকে আরও ৩ মরদেহ উদ্ধার

বাংলাদেশ সেনাবাহিনী নেতৃত্বাধীন বিশেষ উদ্ধারকারী দলের অনুসন্ধান তৎপরতা - আইএসপিআর

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৩ | ১৬:৪১ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৩ | ১৬:৪১

ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে জীবনের ঝুঁকি নিয়ে তৎপরতা চালাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী নেতৃত্বাধীন বিশেষ উদ্ধারকারী দলের সদস্যরা। দিনের পাশাপাশি রাতেও চলছে এ কার্যক্রম।

প্রবেশপথ তৈরি করে তারা ঢুকে পড়ছেন ধসে পড়া ভবনের ভেতরে। অনুসন্ধান করছেন আটকেপড়া ব্যক্তিদের। এভাবে সোমবার তারা উদ্ধার করেছেন তিনজনের মরদেহ। তাদের মধ্যে দু'জন নারী ও একজন শিশু।

বাংলাদেশের উদ্ধারকারী দলটির গণমাধ্যম সমন্বয়ক ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফয়সালুর রহমান জানান, সেনাবাহিনীর সঙ্গে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। সোমবার চতুর্থ দিনের মতো তারা তুরস্কের আদিয়ামান সিটির জুম হেরিয়াত মাহেল্লিসি এলাকায় কাজ করেন। সেখান থেকেই উদ্ধার করা হয়েছে তিনটি মরদেহ। এ পর্যন্ত তারা একজনকে জীবিত এবং মোট ১২ জনের মরদেহ উদ্ধার করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সেনাবাহিনীর নেতৃত্বে উদ্ধারকারী দলটি ভূমিকম্পে বিধ্বস্ত পাঁচটি ভবন অপসারণ করেছে। এছাড়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ৮০ কার্টন খাবার ও ৬০টি তাঁবু বিতরণ করা হয়েছে। স্থানীয় ৬৩ জনকে চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি বিতরণ করা হয়েছে ৩১ কার্টন ওষুধ।

আরও পড়ুন

×