ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বান্দরবানে জঙ্গি গ্রুপের হামলায় তিন সেনাসদস্য আহত

বান্দরবানে জঙ্গি গ্রুপের হামলায় তিন সেনাসদস্য আহত

ফাইল ছবি

বিশেষ প্রতিনিধি

প্রকাশ: ১২ মার্চ ২০২৩ | ১০:২৭ | আপডেট: ১২ মার্চ ২০২৩ | ১১:০১

বান্দরবানের রুমা উপজেলায় সশস্ত্র জঙ্গিবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) অতর্কিত গুলিবর্ষণে তিন সেনাসদস্য গুরুতর আহত হয়েছেন।

আজ রোববার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার কাটাপাহাড় এলাকায় সেনাবাহিনীর টহল দলের ওপর এ হামলার ঘটনা ঘটে।

বান্দরবানের স্থানীয় সূত্র এ তথ্য নিশ্চিত করে।

সূত্র জানিয়েছে, রুমা উপজেলার কাটাপাহাড় এলাকায় সেনাবাহিনীর টহল দলের ওপর জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র ধর্মীয় উগ্রবাদে মদদদাতা সশস্ত্র জঙ্গি গ্রুপ কুকি-চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) অতর্কিত গুলিবর্ষণে তিন সেনাসদস্য গুরুতর আহত হয়েছেন।

আহতদের উন্নত চিকিৎসা এবং দুষ্কৃতকারীদের গ্রেপ্তারে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন

×