জাপানি ‘মাঙ্গা’ ফর্মে বঙ্গবন্ধুকে নিয়ে কমিক বই

কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৩ | ১৮:০০ | আপডেট: ০৬ এপ্রিল ২০২৩ | ০৮:২৩
বাংলাদেশ-জাপান বন্ধুত্বের ৫০ বছর পূর্তি উদযাপনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন নিয়ে জাপানি ‘মাঙ্গা’ ফর্মে একটি কমিক বই প্রকাশ করা হয়েছে। গতকাল বুধবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ‘ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু’ নামে এই কমিক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বিশেষ অতিথি হিসেবে ঢাকায় জাপানের রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি, বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা এবং ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ও বুয়েট গ্র্যাজুয়েটস ক্লাব সভাপতি গোলাম মোহাম্মদ আলমগীর উপস্থিত ছিলেন।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টির পরিচালক অধ্যাপক ফখরুল আলম। অনুষ্ঠান পরিচালনা করেন স্কলার্স বাংলাদেশ সোসাইটির সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী দিলারা আফরোজ খান রূপা।
বইটি যৌথভাবে লিখেছেন স্কলার্স বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি এম ই চৌধুরী শামীম এবং শাইন পার্টনারস করপোরেশন জাপানের প্রধান নির্বাহী ইয়েমতো কিয়েতা। এটি প্রকাশ করেছে এনআরবি স্কলার্স পাবলিশার্স লিমিটেড। বইটিতে একই সঙ্গে বাংলাদেশের জন্মের কথা এবং স্বাধীনতায় বঙ্গবন্ধুর অবদানের কথা বর্ণনা করা হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ব্যতিক্রমী এই বইটি পাঠ করে পাঠকরা জানতে পারবেন বাংলাদেশের কাহিনি এবং এ দেশের অভ্যুদয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসামান্য অবদানের কথা।
আইওয়ামা কিমিনোরি বলেন, এটা অত্যন্ত অর্থবহ ও শিক্ষণীয় যে, শিশুরা বঙ্গবন্ধুর দীর্ঘ সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের কাহিনি মাঙ্গার মাধ্যমে জানতে পারবে।