ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

রানা প্লাজার সোহেল রানার জামিন স্থগিত

রানা প্লাজার সোহেল রানার জামিন স্থগিত

রানা প্লাজার মালিক সোহেল রানা। ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৩ | ০৭:৪৯ | আপডেট: ০৯ এপ্রিল ২০২৩ | ০৭:৪৯

রানা প্লাজা ধস ও হতাহতের ঘটনায় করা হত্যা মামলায় ভবন মালিক সোহেল রানাকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। আগামী ৮ মে পর্যন্ত এই জামিন স্থগিত করা হয়েছে । ওই দিন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে জামিনের বিষয়ে আবেদনের ওপর শুনানি হবে।

রোববার আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে এই আদেশ দেন। এর ফলে আপাতত সোহেল রানা কারামুক্তি পাচ্ছেন না।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী। সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ সাইফুল আলম। অন্যদিকে সোহেল রানার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী কামরুল ইসলাম।

২০১৪ সালে সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন ১০ তলা ভবন রানা প্লাজা ধসে হতাহতের ঘটনায় ভবন মালিক রানা ও কারখানা মালিকদের বিরুদ্ধে করা মামলায় গত ৬ এপ্রিল ভবন মালিক সোহেল রানাকে জামিন দেন হাইকোর্ট। এরই ধারাবাহিকতায় গতকাল সকালে জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন ১০ তলা ভবন রানা প্লাজা ধসে নিহত হয় ১ হাজার ১৩৬ জন মানুষ। এই ঘটনার পাঁচদিন পর ২৯ এপ্রিল ভারতে পালিয়ে যাওয়ার পথে সোহেল রানাকে যশোরের বেনাপোল থেকে গ্রেপ্তার করা হয় ।

আরও পড়ুন

×