মালয়েশিয়ায় গিয়ে কর্মী কাজ না পেলে দায় বাংলাদেশের নয়: প্রবাসী কল্যাণমন্ত্রী

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৩ | ২০:০৬ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৩ | ২০:০৬
মালয়েশিয়ায় গিয়ে কর্মীরা চুক্তি অনুযায়ী কাজ না পেলে সেই দায় বাংলাদেশের নয় বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ। তিনি বলেছেন, এ দায় মালয়েশিয়ার। এখানে বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি, বাংলাদেশের হাইকমিশন বা মন্ত্রণালয়ের কিছু করার নেই। চাকরি নিশ্চিতের দায়িত্ব মালয়েশিয়ার।
বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে ‘নিরাপদ অভিবাসন ও প্রবাসী কল্যাণ বিষয়ে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায়’ এসব কথা বলেন প্রবাসী কল্যাণমন্ত্রী।
মালয়েশিয়া যেতে বাংলাদেশ সরকার ৭৮ হাজার ৯৯০ টাকা খরচ নির্ধারণ করে দিয়েছে। কিন্তু কর্মী প্রতি সাড়ে ৪ লাখ টাকা পর্যন্ত লাগছে। এ বিষয়ে তিনি বলেন, ‘বাড়তি খরচ বাংলাদেশ নয়, মালয়েশিয়া প্রান্তে হচ্ছে।’
অতিরিক্ত ব্যয়ে অভিবাসনের মাধ্যমে দুর্নীতির কারণে ২০১৮ সালে মালয়েশিয়া বাংলাদেশি কর্মী নিয়োগ বন্ধ করে। গত বছরের আগস্ট থেকে ফের কর্মী যাচ্ছে। মন্ত্রী বলেন, ‘আমরা শুনি, আড়াই থেকে সাড়ে ৪ লাখ টাকা পর্যন্ত খরচ হচ্ছে। মালয়েশিয়ার সই করা সমঝোতা স্মারকের শর্ত ঠিক থাকলে এত খরচের প্রশ্ন আসত না। বিদেশে গিয়ে চাকরি না পেলে প্রথম অভিযোগ করা দরকার বাংলাদেশ দূতাবাসে। তা না করে দেশে ফিরে অভিযোগ করা হয়। এটা ঠিক না।’
তিনি বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার সৌদি আরবের মতো নয়। আবার দক্ষিণ কোরিয়া কিংবা জাপানের মতোও নয়। মানুষ যখন বিদেশ যেতে উঠেপড়ে লাগে, তখন যত টাকাই খরচ হয় দিয়ে চলে যেতে চায়, এটা সামাল দেবে কে? বেতন ২৫ থেকে ৩০ হাজার টাকা হলে এত টাকা খরচ করে যাব কেন?
মতবিনিময় সভায় অংশীজনরা প্রবাসীদের সুরক্ষা ও বিদেশে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের পরামর্শ দেন। তাঁরা বলেন, বিদেশগামী কর্মীদের জন্য মন্ত্রণালয়ের ভালো উদ্যোগগুলো সঠিকভাবে বাস্তবায়ন হয় না।
সভায় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আহমেদ মুনিরুছ সালেহীন, রিক্রুটিং এজেন্সির সংগঠন বায়রার সাবেক সভাপতি বেনজির আহমেদ এমপি, সাবেক প্রবাসী সচিব ও মানবাধিকার কমিশনের সদস্য সেলিম রেজা, বিএমইটির মহাপরিচালক শহীদুল আলম (এনডিসি), ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক হামিদুর রহমান, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মল্লিক আনোয়ার হোসেন, আইওএম বাংলাদেশের প্রধান আবদুস সাত্তার ইসোয়েব, রামরুর চেয়ারপারসন তাসনিম সিদ্দিকি, ব্র্যাক অভিবাসনের প্রধান শরীফুল হাসান প্রমুখ।
- বিষয় :
- মালয়েশিয়া
- বাংলাদেশ
- প্রবাসী কল্যাণমন্ত্রী