ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ডা. জাফরুল্লাহর প্রতি সম্মান জানানোয় গণস্বাস্থ্য কেন্দ্রের কৃতজ্ঞতা

ডা. জাফরুল্লাহর প্রতি সম্মান জানানোয় গণস্বাস্থ্য কেন্দ্রের কৃতজ্ঞতা

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৩ | ১৬:২৩ | আপডেট: ২০ এপ্রিল ২০২৩ | ১৬:২৩

বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা মরহুম ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রতি সম্মান জানানোয় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। গত ১১ এপ্রিল মৃত্যুবরণ করেন বরেণ্য এ চিকিৎসক।

বৃহস্পতিবার গণস্বাস্থ্য কেন্দ্রের বিবৃতিতে বলা হয়েছে, ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। বিভিন্ন স্থানে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। তাঁর স্মরণে দৈনিক পত্রিকা তাঁর কর্মময় জীবন নিয়ে গুরুত্বসহকারে সংবাদ পরিবেশন করেছে। অনেকে কলাম লিখেছেন, বক্তৃতা, বিবৃতি দিয়েছেন ও শ্রদ্ধাভরে স্মরণ করেছেন, দোয়া ও মাগফেরাত কামনা করেছেন।

বিবৃতিতে আরও বলা হয়, এমন সম্মান প্রদর্শন সত্যিই বিরল। দল-মতের ঊর্ধ্বে থেকে জনসাধারণ, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সরকারের বিভিন্ন মন্ত্রী, আমলা, কূটনীতিবিদ, বিভিন্ন দলের রাজনীতিবিদ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, স্থপতি, চিকিৎসক, শিল্পী, সাংবাদিক, আইনজীবী, শিল্পপতি, ব্যবসায়ী, ধর্মীয় নেতা, অবসরপ্রাপ্ত সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, নারী-পুরুষ, কিশোর-কিশোরী ও শিশুরাও নির্বিশেষে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন।

বিবৃতিতে বলা হয়, আপনাদের এই সহমর্মিতা আমাদের গভীরভাবে আপ্লুত করেছে। এই সহমর্মিতা আগামীতে চলার পথে গণস্বাস্থ্য পরিবারকে শক্তি ও অনুপ্রেরণা জোগাবে।

আরও পড়ুন

×