ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

পলাশবাড়ীতে শিশু হত্যা, দায়িত্বে অবহেলায় এসআই প্রত্যাহার

পলাশবাড়ীতে শিশু হত্যা, দায়িত্বে অবহেলায় এসআই প্রত্যাহার

উপপরিদর্শক (এসআই) বুলবুল হাসান

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ১৫ মে ২০২৩ | ০৬:১২ | আপডেট: ১৫ মে ২০২৩ | ০৬:২৪

গাইবান্ধার পলাশবাড়ীতে বায়েজিদ (৪) হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে হরিণাবাড়ী তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) বুলবুল হাসানের বিরুদ্ধে। পুলিশ সুপারের কাছে এ বিষয়ে লিখিত দেন বায়েজিদের মা রায়হানা বেগম। এর  প্রেক্ষিতে রোববার রাতে তাকে প্রত্যাহার করে গাইবান্ধা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা সমকালকে এ তথ্য জানান। 

এর আগে শনিবার সন্ধ্যায় উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোড়াবান্দা বালুখোলা গ্রামের ধান ক্ষেতে পাওয়া যায় বায়েজিদের খণ্ডিত লাশ। সে ওই গ্রামের সৌদি আরব প্রবাসী তাহারুল বেপারির ছেলে। আগের মঙ্গলবার (৮ মে) থেকে নিখোঁজ ছিল বায়েজিদ। তাঁর খোঁজে বিভিন্ন এলাকায় পরিবারের পক্ষ থেকে মাইকিং করা হয়। পরদিন হরিণাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে সাধারণ ডায়েরি (জিডি) করেন বায়েজিদের মা রায়হানা বেগম। এর তদন্তে থাকা এসআই বুলবুল হাসানকে রায়হানা বেগম বলেছিলেন প্রতিবেশী রোমান ও তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করতে। তবে তা করেননি ওই পুলিশ কর্মকর্তা। বিষয়টি জানিয়ে রায়হানা বেগম পুলিশ সুপার মো. কামাল হোসেনের কাছে অভিযোগ করেন। 

রায়হানার অভিযোগ, তাঁর অষ্টম শ্রেণিপড়ুয়া মেয়েকে উত্ত্যক্ত করতো প্রতিবেশী শিরেকুল ইসলামের ছেলে রোমান ইসলাম। এক পর্যায়ে বিয়ের প্রস্তাবও দেয়। তবে মাদকাসক্ত রোমানের সঙ্গে মেয়ের বিয়ে দিতে রাজি হননি। এতে ক্ষিপ্ত হয়ে পরিকল্পিতভাবে তাঁর ছেলে বায়েজিদকে হত্যা করা হয়।

শনিবার রাতে বায়েজিদের লাশ উদ্ধারের পর উত্তেজিত এলাকাবাসী শিরেকুল ইসলামের বসতবাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। সংবাদ পেয়ে পলাশবাড়ী ও গাইবান্ধা ফয়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। 

এ ঘটনায় নিহত বায়েজিদের মা রায়হানা বেগম বাদী হয়ে পলাশবাড়ী থানায় মামলা করেন। পুলিশ শিরেকুল ইসলাম, তার স্ত্রী কবিতা বেগম, ছেলে রোমান ইসলাম ও রোমানের বন্ধু শরিফুল ইসলামকে গ্রেপ্তার করে।

পলাশবাড়ী থানার ওসি মাসুদ রানা বলেন, রোববার ওই আসামিদের আদালতে হাজির করেন। তাদের সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। আদালত রোমান ইসলাম ও তার বন্ধু শরিফুল ইসলামের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন

×