মেয়র তাপসের বক্তব্যের প্রতিবাদ ৪২ বিশিষ্ট নাগরিকের
-samakal-64722f81775f8.jpg)
ডিএসসিসির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৭ মে ২০২৩ | ১৬:২৭ | আপডেট: ২৭ মে ২০২৩ | ১৬:২৭
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন দেশের ৪২ বিশিষ্ট নাগরিক। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তাঁরা এ প্রতিবাদ ও ক্ষোভ জানান।
তাঁরা বলেন, ‘বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সভায় গত ২১ মে সুশীল সমাজের প্রতিনিধি, বিচারপতি ও সিনিয়র আইনজীবীদের সম্পর্কে অশালীন ভাষায় তিনি কটূক্তি করেছেন। ঢাকা মহানগরের মেয়রের মতো একটি উচ্চ পদে আসীন একজন রাজনীতিবিদ এবং পেশাদার আইনজীবীর মুখ থেকে এমন বক্তব্যে আমরা যারপরনাই ব্যথিত, ক্ষুব্ধ এবং হতবাক।’
বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন– সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল, রাশেদা কে চৌধুরী, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, অধ্যাপক আনু মুহাম্মদ, উন্নয়নকর্মী খুশী কবির, মানবাধিকারকর্মী হামিদা হোসেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত, টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান প্রমুখ।
- বিষয় :
- ডিএসসিসি
- মেয়র
- তাপস
- শেখ ফজলে নূর তাপস