১৩টি বিসিএসে ৪১ হাজার ৫৬৬ জনকে নিয়োগের সুপারিশ: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন - ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ জুন ২০২৩ | ১২:৩৪ | আপডেট: ০৫ জুন ২০২৩ | ১২:৩৪
তিনি বলেন, একই সময়ে প্রথম শ্রেণীর নন-ক্যাডার পদে ৫ হাজার ৭০৯ এবং ২য় শ্রেণীতে ৭ হাজার ১৬১ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।
সোমবার সংসদ অধিবেশনের প্রশ্নোত্তরপর্বে আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য আলী আজমের এক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।
এর আগে বিকাল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ক্যাডার ও নন-ক্যাডার পদ ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের চাহিদার পরিপ্রেক্ষিতে ২০০৯ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত ৯ম ও তদুর্ধ্ব গ্রেডে ৪ হাজার ৫৬৬ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। এ ছাড়া ২য় শ্রেণীর (১০ম ও ১১তম) বিভিন্ন নন-ক্যাডার পদে ৪৩ হাজার ৪১২ জন প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।
/এমএইচটি/