সংসদে বাণিজ্যমন্ত্রী
দেশে পেঁয়াজের ঘাটতি নেই

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি- ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১২ জুন ২০২৩ | ১৭:০৬ | আপডেট: ১২ জুন ২০২৩ | ১৭:০৬
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আমদানিনির্ভর পণ্য সয়াবিন তেল, পাম অয়েল ও চিনির মূল্য সব সময়ই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করা হয়। কিন্তু ‘মূল্য বৃদ্ধির সময় যত দ্রুত প্রতিফলিত হয়, কমার ক্ষেত্রে তত দ্রুত প্রতিফলিত হয় না’।
সোমবার সংসদের বৈঠকে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে তিনি এসব কথা বলেন। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। জাতীয় পার্টির সদস্য নাসরিন জাহান রত্নার প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক বাজারে মূল্য কমলেও দেশীয় বাজারে পণ্যের মূল্য কমে না– এ তথ্য সঠিক নয়।
জাতীয় পার্টির হাফিজ উদ্দিন আহম্মেদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে চিনি ও পেঁয়াজের বর্তমান বার্ষিক চাহিদা যথাক্রমে ২০ থেকে ২২ লাখ টন ও ২৫ থেকে ২৭ লাখ টন। চিনি ও পেঁয়াজের উৎপাদন প্রায় ২১ হাজার টন ও ২৮ দশমিক ১১ লাখ টন। তিনি বলেন, চিনির দেশীয় উৎপাদন অতি নগণ্য হওয়ায় প্রায় ৯৯ শতাংশ চিনির চাহিদা আমদানির মাধ্যমে পূরণ করা হয়। দেশে বর্তমানে পেঁয়াজের কোনো ঘাটতি নেই। তিনি জানান, ভারতে চলতি বছর পেঁয়াজের উৎপাদন ভালো হওয়ায় মূল্য অনেকাংশে কম।
সরকারদলীয় সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়নের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে পান রপ্তানি চালু হয়েছে। মধ্যপ্রাচ্যে কাঁচা পান রপ্তানির পরিকল্পনা সরকারের আছে।