ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

রোহিঙ্গা সহায়তা: জাপান-ইউএনএইচসিআর ২.৯ মিলিয়ন ডলারের সমঝোতা স্বাক্ষর

রোহিঙ্গা সহায়তা: জাপান-ইউএনএইচসিআর ২.৯ মিলিয়ন ডলারের সমঝোতা স্বাক্ষর

জাপান-ইউএনএইচসিআর সমঝোতা স্বাক্ষর। ছবি: সমকাল

কূটনৈতিক প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুন ২০২৩ | ০৫:৩৭ | আপডেট: ১৫ জুন ২০২৩ | ০৫:৩৭

রোহিঙ্গাদের সহায়তা ও নিরাপত্তার জন্য জাপান সরকার ও জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের মধ্যে ২ দশমিক ৯ মিলিয়ন মার্কিন ডলারের সমঝোতা স্বাক্ষর হয়েছে। ইউএনএইচসিআরের ঢাকা কার্যালয়ে সমঝোতা স্বাক্ষর করেন বাংলাদেশে ইউএনএইচসিআরের প্রতিনিধি ইয়োহানেস ভন ডার ক্লাউ এবং ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সমঝোতা স্বাক্ষরে বলা হয়েছে, কক্সবাজার এবং ভাসানচরের রোহিঙ্গাদের জন্য মানবিক সেবা অব্যাহত ও জীবন-জীবিকার উন্নয়নে এ অর্থ কাজে লাগানো হবে। বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী যেমন- পাটি, কম্বল ও সাবান বিতরণে এ অর্থ ব্যয় করে যাবে। এছাড়াও শরণার্থীদের জন্য ঘর, ড্রেন, সেতু, হাঁটার পথ, সিঁড়ি ও পাহাড়ি ঢাল ধরে রাখার দেয়াল মেরামত ও মজবুত করতেও এ অর্থ ব্যয় করা হবে।

ইয়োহানেস ভন ডার ক্লাও বলেন, জাপানের অনুদান রোহিঙ্গাদের পুনর্বাসনে ও ভবিষ্যৎ দুর্যোগের ঝুঁকি থেকে রক্ষা করতে সাহায্য করবে। ক্যাম্পে বিশেষ করে নারী ও শিশুরা সবচেয়ে ঝুঁকিতে রয়েছে। কক্সবাজারের পাশাপাশি ভাসানচরে শরণার্থীদের অংশগ্রহণে চলমান কিছু প্রকল্পে এ অর্থ দেওয়া হবে।

জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি আশাবাদ ব্যক্ত করেন বলেন, জাপান সরকারের সহায়তা রোহিঙ্গা ও স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে সহায়ক হবে। তিনি আরও বলেন, আমরা ইউএনএইচসিআরকে ২ দশমিক ৯ মিলিয়ন ডলার দিতে পেরে আনন্দিত। আমরা আশা করি, এই সহায়তা আশ্রয় নির্মাণ এবং পুনর্বাসন, সাইট রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের মাধ্যমে শরণার্থীদের সুরক্ষায় কাজে দেবে। মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সহায়তাসহ টেকসই সমাধানের লক্ষ্যে কাজ চালিয়ে যাবে জাপান। 

জাপান ২০১৭ সালের আগস্ট থেকে রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক সহায়তা কার্যক্রমে সহযোগিতা দিয়ে আসছে। জাপান এখন পর্যন্ত ২০০ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি অনুদান দিয়েছে।

আরও পড়ুন

×