ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

কারা-বন্ধুদের সঙ্গে দেখা করছেন জল্লাদ শাহজাহান

কারা-বন্ধুদের সঙ্গে দেখা করছেন জল্লাদ শাহজাহান

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুন ২০২৩ | ১৮:০০

কারাগারের চার দেয়ালে তিন দশকের বেশি সময় বন্দি থাকার থেকে জল্লাদ শাহজাহান মুক্ত হয়েছেন দু’দিন আগে। নিজের বাড়িঘর না থাকায় আশ্রয় নিয়েছেন রাজধানীতে কারা-বন্ধু নজরুলের বাড়িতে। কারাগার থেকে বের হয়ে সোজা সেই বন্ধুর বাড়িতেই ওঠেন। বর্তমানে ঘুরে ঘুরে অন্য কারা-বন্ধুদের সঙ্গে দেখা করেছেন শাহজাহান।

নিজের স্থায়ী ঠিকানা না হওয়া পর্যন্ত নজরুলের বাড়িতেই অবস্থান করার ইচ্ছার কথা জানান তিনি। তবে এখনও নিশ্চিত নন কোথায় শাহজাহান স্থায়ী হচ্ছেন।

তিনি বলেন, আমার আপনজন বলে তেমন কেউ নেই। কারাগারে এই দীর্ঘ সময়ে যাঁরা আমায় অর্থ দিয়ে, ভালোবাসা দিয়ে সহযোগিতার করেছেন, তাঁরাই আমার সব। বের হওয়ার পর অনেক কারা-বন্ধু দেখা করেছেন। তবে একজনের বাসায় এত মানুষ এলে কেমন দেখায়। সে জন্য নিজেই তাঁদের বাসায় গিয়ে দেখা করছি।

রোববার সকালে জেলের সব আনুষ্ঠানিকতা শেষে কেরানীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন তিনি। সোমবার রাতে জল্লাদ শাহজাহান সমকালকে জানান, প্রথম দিন নদ্দা এলাকায় কারা-বন্ধু নজরুলের বাসায় ওঠেন। সারাদিন বাসায় ছিলেন। কোথাও বের হননি।

তিনি আরও জানান, গতকাল মিরপুরে মনির হোসেন নামে আরেক কারা-বন্ধুর সঙ্গে দেখা করেছেন। রাতে তাঁর বাসাতেই থাকবেন। গাড়িতে চড়তে কষ্ট হচ্ছে। গতকাল সিএনজিচালিত অটোরিকশায় মিরপুর আসার সময় কিছুটা অসুস্থ হয়ে পড়েন।

শাহজাহান বলেন, তাঁর এক বোন থাকেন রাজধানীর এলিফ্যান্ট রোডে। তবে বোনের বাসায় থাকবেন কিনা, সিদ্ধান্ত নেননি।

আরও পড়ুন

×