ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় ঢাকায় সুইডিশ কূটনীতিককে তলব

পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় ঢাকায় সুইডিশ কূটনীতিককে তলব

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ জুলাই ২০২৩ | ১৫:০৯ | আপডেট: ০২ জুলাই ২০২৩ | ১৫:০৯

সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় ঢাকায় সুইডেন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার ঢাকায় সুইডিশ দুতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত চার্জ দ্য অ্যাফেয়ার্স জ্যাকব ইতাতকে তলব করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ঈদের আগের দিন বুধবার সুইডেনের স্টকহোম শহরের কেন্দ্রীয় মসজিদের সামনে পবিত্র কোরআন পোড়ান দুই ব্যক্তি। ঈদুল আজহার দিনে দুজনের একজন ইরাক থেকে আসা অভিবাসী সলমন মোমিকা কোরআন নিষিদ্ধ করার দাবি জানিয়েছিলেন। তিনি এই কাজ করার জন্য আদালতেও আবেদন জানিয়েছিলেন। আদালত তাকে অনুমতি দেয়। তারপর পুলিশের উপস্থিতিতে তিনি তা করেন।

এ ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে। তুরস্ক এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলে, মত প্রকাশের স্বাধীনতার নামে এ ধরনের ইসলামবিরোধী কর্মকাণ্ড অগ্রহণযোগ্য।

সুইডিশ সরকার বলেছে, মোমিকাকে দেশের মতপ্রকাশের স্বাধীনতা সংত্রক্রান্ত আইনের আওতায় মসজিদের বাইরে প্রতিবাদ করার অনুমতি দেওয়া হয়েছিল। তবে তারা সুইডেনে ব্যক্তিদের দ্বারা সংঘটিত ইসলামফোবিক কাজকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে। এদিকে, সুইডিশ পুলিশ বলছে, তারা এখন ঘৃণা উস্কে দেওয়ার দায়ে ঘটনাটির তদন্ত করছে।

এ ঘটনার পর গত বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানিয়ে বলা হয়, ‘বাকস্বাধীনতার নামে মুসলমানদের পবিত্র মূল্যবোধ ও ধর্মীয় প্রতীকের অবমাননার এ ধরনের জঘন্য কর্মকাণ্ড বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের স্বার্থে বাংলাদেশ আবারও সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের অযৌক্তিক উস্কানি বন্ধ করার আহ্বান জানিয়েছে।’

আরও পড়ুন

×