ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বিবিএসের জরিপ

দেশে প্রায়োগিক সাক্ষরতার হার ৬২.৯২%

দেশে প্রায়োগিক সাক্ষরতার হার ৬২.৯২%

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৩ | ১৫:২৭ | আপডেট: ১৭ জুলাই ২০২৩ | ১৫:২৭

দেশে প্রায়োগিক সাক্ষরতার হার ৬২ দশমিক ৯২ শতাংশ। গ্রামের তুলনায় শহরে এ হার বেশি। পুরুষের তুলনায় প্রায়োগিক সাক্ষরতায় নারীরা এগিয়ে। পুরুষদের মধ্যে যেখানে এ সাক্ষরতার হার ৬৯ দশমিক ৬৭, সেখানে নারীদের ক্ষেত্রে ৭৬ দশমিক ৪২ শতাংশ।

সাত বছর থেকে বেশি বয়সীদের ওপর পরিচালিত এক জরিপে এসব তথ্য উঠে এসেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) পরিচালিত ‘প্রায়োগিক সাক্ষরতা নিরূপণ জরিপ ২০২৩’  প্রতিবেদনটি গতকাল সোমবার প্রকাশ করা হয়। এ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ  মান্নান। বক্তব্য দেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব শাহনাজ আরেফিন, বিবিএস মহাপরিচালক মতিয়ার রহমান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক উত্তম কুমার দাস প্রমুখ।

প্রায়োগিক সাক্ষরতা বলতে পড়তে, অনুধাবন করতে, মৌখিক ও লিখিতভাবে বিভিন্ন বিষয় ব্যাখ্যা করতে, যোগাযোগ স্থাপন করতে এবং গণনা করতে পারাকে বোঝানো হয়। অন্যদিকে অক্ষরজ্ঞানসম্পন্ন হলেই সাক্ষর বলা হয়ে থাকে। এবারই প্রথমবারের মতো সাত বছর বা তদূর্ধ্ব বয়সীদের জরিপ করা হয়েছে। 

২০২১ সালের ১ জানুয়ারি থেকে এ বছরের ৩০ জুন পর্যন্ত সময়ে জরিপের তথ্য সংগ্রহ করা হয়। এতে বলা হয়, দেশের ৭ থেকে ১৪ বছর বয়সীদের প্রায়োগিক সাক্ষরতার হার ৭২ দশমিক ৯৭ শতাংশ। এ ছাড়া ১৫ বছরের বেশি বয়সী নাগরিকদের ক্ষেত্রে এ হার ৬০ দশমিক ৭৭। এর আগে ২০১১ সালে ১১ থেকে ৪৫ বছর বয়সীদের নিয়ে জরিপ চালানো হয়। তখনকার জরিপে প্রায়োগিক সাক্ষরতার হার ছিল ৫৩ দশমিক ৭০ শতাংশ।


আরও পড়ুন

×