জি-২০ দেশগুলোকে প্রতিমন্ত্রী ইন্দিরা
উন্নয়নশীল দেশে নারীর দক্ষতা অর্জনে সহায়তা দিন

সম্মেলনে বক্তব্য দেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। ছবি - সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ আগস্ট ২০২৩ | ২১:০৩ | আপডেট: ০২ আগস্ট ২০২৩ | ২১:০৩
নারীর ক্ষমতায়ন এবং জেন্ডার সমতা অর্জনে উন্নয়নশীল দেশে চাহিদাভিত্তিক ডিজিটাল দক্ষতা বৃদ্ধি ও উদ্ভাবনে সহায়তার জন্য জি-২০ দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। এ জন্য নারীদের প্রযুক্তি শিক্ষা ও প্রশিক্ষণে গুরুত্ব আরোপ করেন তিনি।
বুধবার ভারতের গুজরাটের গান্ধীনগরে জি-২০ মিনিস্ট্রিয়াল কনফারেন্স অন উইমেন্স এম্পাওয়ারমেন্ট সম্মেলনে ‘ডিজিটাল স্কিলিং ফর উইমেন এম্পাওয়ারমেন্ট’ সেশনে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সম্মেলনের উদ্বোধনী পর্বে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়ালি বক্তব্য দেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন এবং সংখ্যালঘুবিষয়ক মন্ত্রী স্মৃতি জুবিন ইরানি।
প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নারীর ক্ষমতায়নে বাংলাদেশের বিভিন্ন নীতিমালা ও উদ্যোগের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, প্রধানন্ত্রী শেখ হাসিনা ‘ডিজিটাল বাংলাদেশ’ সফলভাবে সম্পন্ন করার পর ‘স্মার্ট বাংলাদেশ’ অভিযাত্রা শুরু করেছেন। প্রযুক্তির সমর্থনে পরিচালিত হবে বাংলাদেশের সব অর্থনৈতিক কর্মকাণ্ড। তিনি বলেন, বাংলাদেশ সরকার ২০৩০ সালের মধ্যে আইসিটিতে নারীর অংশগ্রহণ ৩০ শতাংশ এবং ২০৪১ সালের মধ্যে ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা প্রণয়ন করেছে। সারাদেশে প্রায় পাঁচ হাজার ডিজিটাল সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে অর্ধেকেরও বেশি কর্মী নারী। বর্তমান সরকারের প্রযুক্তিভিত্তিক ‘তথ্য আপা’ প্রকল্পের মাধ্যমে সারাদেশের প্রায় ২০ মিলিয়ন গ্রামীণ নারীর ক্ষমতায়ন সম্ভব হয়েছে।
এ সময় সংসদ সদস্য সেলিমা আহমেদ, জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা খান, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ (যুগ্ম সচিব) মনিরা বেগম এবং আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা উপস্থিত ছিলেন।