ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

মানসম্পন্ন শিক্ষা দিতে অঙ্গীকারবদ্ধ আইএসইউ

মানসম্পন্ন শিক্ষা দিতে অঙ্গীকারবদ্ধ আইএসইউ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৩ | ২১:০১ | আপডেট: ২০ আগস্ট ২০২৩ | ২১:২৪

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) মানসম্পন্ন উচ্চশিক্ষা দেওয়ার লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড গ্রুপে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সরকার ও ইউজিসি কর্তৃক অনুমোদিত এবং ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০’ অনুযায়ী ২০১৮ সালে ৩ জুন প্রতিষ্ঠিত হয়। মহাখালীতে অবস্থিত বিশ্ববিদ্যালয়টিতে তিনটি অনুষদের অধীনে মোট চারটি বিভাগ চালু রয়েছে।

ব্যবসায় প্রশাসন অনুষদের অধীনে রয়েছে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) ও মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ)। ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের অধীনে রয়েছে কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ। আর ফ্যাকাল্টি অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স এর অধীনে বিএ (অনার্স) ইন ইংলিশ ও এমএ ইন ইংলিশ লিটারেচার অ্যান্ড কালচারাল স্টাডিজ।

অধিকন্তু আইএসইউ ইউজিসির নির্দেশিকা অনুসারে আন্তর্জাতিক মানের ওবিই পাঠ্যক্রম অনুযায়ী, দেশ-বিদেশে নামকরা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিপ্রাপ্ত উচ্চ যোগ্যতাসম্পন্ন ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা পাঠদান কার্যক্রম পরিচালনা করছে।

মানসম্মত শিক্ষাদানে অঙ্গীকারাবদ্ধ আইএসইউ, ক্লাসরুম-কেন্দ্রিক এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিতে অঙ্গীকারাবদ্ধ। ইংরেজি ভাষার দক্ষতার জন্য ল্যাঙ্গুয়েজ ল্যাব বাদেও হাতে-কলমে শিক্ষাদানের জন্য আধুনিক দুটি ফিজিক্স ও কেমিস্ট্রি ল্যাব, কম্পিউটার ল্যাব, টেক্সটাইল ল্যাবের বিশেষ ব্যবস্থা রয়েছে। শুধু তাই নয়, শিক্ষার যথাযথ মান নিশ্চিতের লক্ষ্যে আইএসইউ ২০২০ সালের ফেব্রুয়ারিতে আইকিউএসি (ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল) গঠন করে যা বৈশ্বিক মানসম্পন্ন গ্রাজুয়েট তৈরির জন্য যথাযথ উদ্যোগ ও পরিকল্পনা গ্রহণ করছে। বাংলাদেশ এক্রেডিটেশন কাউন্সিল (বিএসি) থেকে এক্রেডিটেশন অর্জনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ক্রমাগত উন্নতির জন্য কাজ করে চলেছে আইকিউএসি।

আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান বলেন, প্রতিষ্ঠানটিকে স্বল্প সময়ের মধ্যে দেশের অন্যতম সুপ্রতিষ্ঠিত প্রাইভেট বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ চলছে। এছাড়াও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে উন্নয়ন কাজে পরিপূর্ণ সহায়তা করছেন উদ্যোক্তারা। অধিকন্তু ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিতের পাশাপাশি শিক্ষা সহায়ক নিয়ম শৃঙ্খলায় কঠোর নজরদারি রয়েছে।

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি গবেষণাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। ইতোমধ্যে সেন্টার ফর রিসার্চ, ডেভেলপমেন্ট অ্যান্ড পাবলিকেশন যাত্রা শুরু করেছে। আইএসইউ জার্নাল অব বিজনেস এবং ডেভেলপমেন্ট স্টাডিজ প্রকাশ পেয়েছে ও বেশ কয়েকটি জার্নালের কাজ চলমান রয়েছে। এছাড়াও শিক্ষার্থীদের মেধার পরিপূর্ণ বিকাশের জন্য সহশিক্ষা কার্যক্রম উৎসাহিত করছে। আইএসইউ টেক্সটাইল ক্লাব, বিজনেস ক্লাব, আইটি ক্লাব, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, স্পোর্টস ক্লাব এবং কালচারাল ক্লাব শিক্ষার্থীদের মেধাকে আরও শানিত করছে। 

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের জন্য রয়েছে বৃত্তি এবং ওয়েভারসহ বিভিন্ন সুযোগ-সুবিধা। এর মধ্যে পূর্ণ অনুদান (১০০%) থেকে শুরু কওে টিউশন ফিতে আংশিক মওকুফসহ শিক্ষার্থীদের মোট ১৪টি ক্যাটেগরিতে স্কলারশিপ, বৃত্তি এবং ওয়েভার দেওয়া হচ্ছে। আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য আইএসইউ কর্তৃপক্ষ পড়াশোনার পাশাপাশি পার্টটাইম চাকরির সুযোগ করে দিচ্ছে।

বর্তমান সময়ে কর্মজীবনে প্রবেশের ক্ষেত্রে পড়াশোনার পাশাপাশি ইংরেজি ভাষা ও যোগাযোগের দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা শিক্ষার্থীদের এ দক্ষতা বৃদ্ধিতে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করছে। এছাড়াও বিভিন্ন আর্থিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে, যার ফলে শিক্ষার্থীরা ইন্টার্ন ও পরবর্তীতে চাকরির সুযোগ পাচ্ছে।

আইএসইউতে জানুয়ারি-জুন এবং জুলাই-ডিসেম্বর বছরে দুটি সেমিস্টারের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। আরও তথ্যের জন্য আইএসইউ এর ওয়েবসাইট www.isu.ac.bd ভিজিট করুন বা ০১৩১৩০৩৭০৭০, ০১৩১৩০৩৭০৭১, ০১৩১৩০৩৭০৭৮ নম্বর এ যোগাযোগ করুন।




আরও পড়ুন

×