ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

একাত্তরের পরাজিত শক্তিই ২১ আগস্ট গ্রেনেড হামলা করে: ইন্দিরা

একাত্তরের পরাজিত শক্তিই ২১ আগস্ট গ্রেনেড হামলা করে: ইন্দিরা

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৩ | ১৮:২৫ | আপডেট: ২৪ আগস্ট ২০২৩ | ১৮:২৫

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, একাত্তরের পরাজিত শক্তি এবং ’৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যাকারীরাই ২১ আগস্ট গ্রেনেড হামলা করে। খুনিদের মূল লক্ষ্য ছিল তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনাকে হত্যা এবং আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করা।

২১ আগস্ট গ্রেনেড হামলায় প্রাণ হারানো আইভি রহমান স্মরণে বৃহস্পতিবার রাজধানীতে শিশু একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তৎকালীন প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং তাঁর ছেলে তারেক জিয়ার প্রত্যক্ষ সহায়তায় ও নির্দেশে ওই হামলা হয় দাবি করে প্রতিমন্ত্রী বলেন, তারা মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনাকে ধূলিসাৎ করে বাংলাদেশকে পুনরায় পাকিস্তানে পরিণত করতে চেয়েছিলেন। খালেদা জিয়া ২১ আগস্ট হামলা নিয়ে জাতীয় সংসদে আলোচনাই করতে দেননি।

আইভি রহমান কর্মীবান্ধব ও রাজপথের সাহসী নেত্রী ছিলেন জানিয়ে তিনি বলেন, রাজনীতিতে আইভি রহমানের অবদান চিরস্মরণীয়। ২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়িত খুনিদের অবিলম্বে ফাঁসি কার্যকর করতে হবে।

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান বেগম চেমন আরা তৈয়বের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক। বক্তব্য দেন শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম, মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন, জাতীয় মহিলা সংস্থার পরিচালনা পরিষদের সদস্য ফরিদা রেজা ও পারভীন জামান কল্পনা। স্বাগত বক্তব্য দেন জাতীয় মহিলা সংস্থার নির্বাহী  পরিচালক আবেদা আক্তার। তারা দেশে নারীর অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়নে আইভি রহমানের অপরিসীম অবদানের কথা তুলে ধরেন। 

আরও পড়ুন

×