ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে কোষাধ্যক্ষ ও রেজিস্ট্রার নিয়োগ

ছবি-সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:৫৭ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:৫৭
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে (ইউএপি) কোষাধ্যক্ষ হিসেবে অধ্যাপক ড. শেখ আনোয়ার হোসেন এবং রেজিস্ট্রার হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নজরুল ইসলাম, পিএইচডি (অব.) যোগদান করেছেন।
অধ্যাপক ড. আনোয়ার রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয় আচার্যের আদেশক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০, ৩৩ (১) অনুযায়ী পরবর্তী ৪ বছরের জন্য ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের কোষাধ্যক্ষ হিসেবে নিযুক্ত হয়েছেন।
ইতোপূর্বে অধ্যাপক ড. আনোয়ার গণবিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে বিএসসি, এমএসসি ডিগ্রি, বুয়েট থেকে গণিতে এম.ফিল সম্পন্ন করেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে গণিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
প্রফেসর ড. আনোয়ার ৩০ বছরের শিক্ষকতা জীবনে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জগন্নাথ কলেজ), বিএল বিশ্ববিদ্যালয় কলেজ খুলনায় অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। সর্বশেষ তিনি সরকারি কারমাইকেল কলেজ রংপুরের অধ্যক্ষ হিসেবে নিযুক্ত ছিলেন।
অন্যদিকে ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নজরুল ইসলাম,পিএইচডি (অব.) মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) এর ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে বিএসসি, এমএসসি এবং পিএইচডি ডিগ্রি লাভ করেন।
ব্রিগেডিয়ার জেনারেল নজরুল তার ৩০ বছরের সফল কর্মজীবনে বেশ কয়েকটি স্বনামধন্য জাতীয় প্রতিষ্ঠানে শিক্ষক এবং প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করেছেন।