রূপপুরে ইউরেনিয়াম আসবে ২৮ সেপ্টেম্বর, হস্তান্তর ৫ অক্টোবর

রূপপুরে পারমাণবিক চুল্লিতে ইউরেনিয়াম লোডের বিশেষ ক্রেন বসানোর পুরোনো ছবি। সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৩ | ০৭:৫১ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৩ | ০৭:৫১
পাবনার রূপপুরে নির্মাণাধীন দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি (ইউরেনিয়াম) আগামী ২৮ অক্টোবরের মধ্যে রাশিয়া থেকে পৌঁছাবে। ৫ অক্টোবর আনুষ্ঠানিকভাবে প্রকল্প এলাকায় বাংলাদেশের কাছে এই জ্বালানি হস্তান্তর করা হবে। হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন। ভার্চুয়ালি যুক্ত হবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
সূত্র জানায়, গ্রিডলাইন প্রস্তুত হওয়ার পরই চুল্লিতে জ্বালানি লোড করা হবে। এরপর বিদ্যুৎ উৎপাদন শুরু করতে দুই মাস লাগবে। উৎপাদন শুরুর পর পূর্ণ সক্ষমতায় চালাতে ৯-১০ মাস লাগবে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর বলেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) নির্দেশনা মেনেই জ্বালানি আমদানি, পরিবহন ও রক্ষণাবেক্ষণ করা হবে।
এদিকে এখনও প্রকল্পটির অগ্রগতির সঙ্গে গ্রিডলাইন নির্মাণ এগিয়ে নিতে পারছে না পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)। আগামী বছরের সেপ্টেম্বরে গ্রিড নির্মাণ শেষ হতে পারে। প্রকল্প-সংশ্লিষ্টরা বলছেন, যতদিন পর্যন্ত গ্রিডলাইন নির্মাণ সম্পন্ন না হবে, ততদিন বিদ্যুৎকেন্দ্র চালু করা যাবে না। তাই সূচি অনুযায়ী বিদ্যুৎকেন্দ্রটি চালু হওয়া নিয়ে সংশয় রয়েছে।
- বিষয় :
- পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
- রূপপুর
- ইউরেনিয়াম