‘প্রেমের ফাঁদে’ ৮ মাসে ৭০ কন্যাশিশু ধর্ষণের শিকার

প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ১৫:৪৭ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ১৫:৪৭
গত ৮ মাসে অভিনব প্রেমের ফাঁদে ফেলে ৭০ কন্যাশিশুকে ধর্ষণ করা হয়েছে। একই সময় ধর্ষণের শিকার হয়েছে ৪৯৩ কন্যাশিশু। এ ছাড়া ১০১ জন কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা চালানো হয়েছে।
এর মধ্যে একক ধর্ষণের শিকার ৩২২ জন, সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয় ৭২ কন্যাশিশু। এ তালিকায় প্রতিবন্ধী ৩৯ জন কন্যাশিশুও রয়েছে। এ ছাড়া ৩২৯ জন কন্যাশিশু হয়েছে যৌন হয়রানি ও নির্যাতনের শিকার।
দেশের ২৩ জেলার ৫২ উপজেলার ১৩৬টি ইউনিয়নে এসব ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বেসরকারি সংস্থা জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম।
বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংস্থাটি ‘কন্যাশিশুর পরিস্থিতি পর্যবেক্ষণ প্রতিবেদন উপস্থাপন এবং প্রকাশনা গ্রন্থের মোড়ক উন্মোচন’ অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরা হয়৷
সংস্থাটি আরও জানিয়েছে, এই সময়ে এসিড সন্ত্রাসের শিকার হয়েছে ২ জন, অপহরণ ও পাচারের শিকার হয়েছে ১০৪ জন কন্যাশিশু।
একই সময় বাল্যবিয়ের শিকার হয়েছে ২৬০ জন কন্যাশিশু। ২১টি বাল্যবিয়ে বন্ধ করা সম্ভব হয়েছে। বাল্যবিয়ে হয়েছে, কিন্তু অভিভাবকরা স্বীকারোক্তি দেয়নি এমন কন্যাশিশুর সংখ্যা ১ হাজার ৫২৫ জন।
তবে সংস্থাটি জানিয়েছে, ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে বাল্যবিয়ের সংখ্যা ২৬ শতাংশ কমেছে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সভাপতি ড. বদিউল আলম মজুমদার।
তিনি বলেন, বিগত সময়ে সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থার নানামুখী উদ্যোগের ফলে বংলাদেশে নারী ও কন্যাশিশুরা অনেক দূর এগিয়েছে। কিন্তু তারা এখনও নানা নির্যাতন ও বৈষম্যের শিকার হচ্ছে। অর্থাৎ সার্বিকভাবে নারী ও কন্যাশিশুরা ভালো নেই। আমরা মনে করি, কন্যাশিশুদের যথাযথ বিকাশ ও তাদের জন্য সুযোগ নিশ্চিত করা না হলে জাতির সমৃদ্ধি নিশ্চিত হবে না। তাই তাদের বিকাশের জন্য তাদের প্রতি বিনিয়োগ বৃদ্ধি করতে হবে।
সংগঠনের সাধারণ সম্পাদক নাছিমা আক্তার জলি বলেন, বিগত ৮ মাসে গৃহশ্রমিক নির্যাতনের মোট ২৬টি তথ্য পাওয়া গেছে। এ সময় ৩৬ জন কন্যাশিশু নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে শারীরিক ও যৌন নির্যাতনের শিকার হয়েছে, ১৮১ জন কন্যাশিশু বিভিন্ন কারণে আত্মহত্যার পথ বেছে নিয়েছে, ১৩৬ জন কন্যাশিশুকে হত্যা করা হয়েছে, ১১ জন কন্যাশিশুকে বিভিন্ন স্থানে ফেলে রাখা হয়েছে।
তিনি জানান, গত ৮ মাসে ৩০৭ জন শিশু পানিতে পড়ে মারা গেছে। একই সময় সাপের কামড়ে মৃত্যু হয়েছে ২৭ জন শিশুর।
সংবাদ সন্মেলনে নারী ও শিশু নির্যাতন বন্ধে ৯টি সুপারিশ করেছে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম।
এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গুড নেইবারস বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর মাঈনুদ্দিন মাইনুল, সেভ দ্য চিল্ড্রেন-এর ডিরেক্টর ড. লিমা রহমান, চাইল্ড রাইটস স্পেশালিস্ট অ্যান্ড অ্যাক্টিভিস্ট টনি মাইকেল গোমেজ এবং এডুকো বাংলাদেশ-এর প্রজেক্ট ম্যানেজার মো. আমিনুল ইসলাম প্রমুখ।
- বিষয় :
- প্রেমের ফাঁদ
- কন্যাশিশু
- ধর্ষণ
- ধর্ষণের চেষ্টা