ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

৯৪৪ কোটি টাকা ব্যয়ে পায়রা বন্দরে হচ্ছে টার্মিনাল

৯৪৪ কোটি টাকা ব্যয়ে পায়রা বন্দরে হচ্ছে টার্মিনাল

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৩ | ১৬:৪৫ | আপডেট: ০৪ অক্টোবর ২০২৩ | ১৬:৪৫

পায়রা সমুদ্রবন্দরে প্রথম টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে ৯৪৩ কোটি ৬৩ লাখ ৭৫ হাজার ৩৪৯ টাকা। এ সংক্রান্ত একটি প্রস্তাবসহ ১২টি ক্রয় প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে কমিটির এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সভার সিদ্ধান্ত সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।

তিনি বলেন, পায়রা বন্দর কর্তৃপক্ষ বাস্তবায়নাধীন পায়রা সমুদ্রবন্দরের প্রথম টার্মিনাল এবং আনুষঙ্গিক সুবিধাদি নির্মাণ শীর্ষক একটি ক্রয় প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। এ প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৯৪৩ কোটি ৬৩ লাখ টাকা। যৌথভাবে এ কাজ পেয়েছে সিআরপিজি অ্যান্ড সিসিইসিসি।

সভায় এক কোটি ফ্যামিলি কার্ডধারীর কাছে সাশ্রয়ী মূল্যে টিসিবি’র মাধ্যমে বিক্রির জন্য এক কোটি ৩০ লাখ লিটার সয়াবিন তেল কেনার দুটি প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট খরচ হবে ২০৮ কোটি ৮২ লাখ ৭০ হাজার টাকা। এর মধ্যে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে সুপার ওয়েল রিফাইনারির কাছ থেকে ৫০ লাখ লিটার সয়াবিন তেল কেনা হবে। প্রতি লিটার ১৫৮ টাকা ৫৫ পয়সা দরে এতে ব্যয় হবে ৭৯ কোটি ২৭ লাখ টাকা। এছাড়া মেঘনা এডিবল ওয়েল রিফাইনারির কাছ থেকে কেনা হবে ৮০ লাখ লিটার। এক্ষেত্রে প্রতি লিটার ১৬১ টাকা ৯৪ পয়সা দরে ব্যয় হবে  ১২৯ কোটি ৫৫ লাখ টাকা। 

এদিকে রাষ্ট্রীয়পর্যায়ে চুক্তির আওতায় মরক্কো থেকে এক লাখ ১০ হাজার টন সার আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এরমধ্যে ৮০ হাজার টন ডিএপি এবং ৩০ হাজার টন টিএসপি সার রয়েছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) একটি প্রতিষ্ঠান থেকে ৩০ হাজার টন ফসফরিক এসিড কেনার সিদ্ধান্ত হয়েছে। এসব সার আমদানিতে ব্যয় হবে ৬৩২ কোটি ২৪ লাখ টাকা।

অন্যান্য প্রস্তাব: পঞ্চগড়ের বোদা উপজেলায় ৮৯১ মিটার সেতু নির্মাণের পূর্ত কাজ ১১০ কোটি টাকা ব্যয়ে ন্যাশনাল ডেভলপমেন্ট ইঞ্জিনিয়ারিংকে দেওয়ার অনুমোদন দিয়েছে। পাশাপাশি ১০২ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে বিসিক কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্কের মাটি ভরাটের অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া ‘ওয়েস্টার্ন ইকোনমিক করিডোর অ্যান্ড রিজিওনাল এনহ্যান্সমেন্ট প্রোগ্রাম (ওয়েকেয়ার)’ প্রকল্পের প্যাকেজ-৬’র পূর্ত কাজে ১০১ কোটি ৩৬ লাখ ৮৪ হাজার ৭৪২ টাকা এবং ‘শেরপুর (কানাসাখোলা)-ভীমগঞ্জ-নারায়ণখোলা-রামভদ্রপুর-পরানগঞ্জ-ময়মনসিংহ (রহমতপুর) সড়ক উন্নয়ন’ প্রকল্পের প্যাকেজ পিডব্লিউ-০৪-এর পূর্ত কাজে ৩৫৮ কোটি টাকা ব্যয়ের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

আরও পড়ুন

×