বার্নিকাটের গাড়িবহরে হামলা
বদিউল আলম মজুমদারের শ্যালক ইশতিয়াকের জামিন

মার্শা বার্নিকাট - ফাইল ছবি
আদালত প্রতিবেদক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৩ | ১৫:০৪ | আপডেট: ০৫ অক্টোবর ২০২৩ | ১৫:০৪
মহানগর হাকিম মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী বৃহস্পতিবার এক হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।
ইশতিয়াক এ মামলার বাদী সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদারের শ্যালক।
এর আগে বুধবার পুলিশের দেওয়া সম্পূরক চার্জশিট গ্রহণ করেন আদালত। এর পাশাপাশি মামলার এক নম্বর আসামি ইশতিয়াক মাহমুদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
একই দিন সন্ধ্যায় তাকে মোহাম্মদপুরের খিলজী রোড থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।
আজ ইশতিয়াককে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে ডিবি পুলিশ। অপরদিকে আসামির আইনজীবী জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিন আবেদনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।
প্রসঙ্গত, ২০১৮ সালের ৪ আগস্ট রাতে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের মোহাম্মদপুরের বাসায় নৈশভোজে অংশ নেন যুক্তরাষ্ট্রের তৎকালীন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। নৈশভোজ শেষে তিনি গাড়িতে ওঠার সময় তার গাড়িবহরে হামলা হয়।
এ ঘটনায় একই বছরের ১০ আগস্ট বদিউল আলম মজুমদার মোহাম্মদপুর থানায় মামলা করেন। ২০২১ সালের ১৮ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা ৯ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।