ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

গাইবান্ধা পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, আটক ৩

গাইবান্ধা পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, আটক ৩

আটক ব্যক্তিরা। ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৪ | ০০:১৬

গাইবান্ধা আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় সেবাপ্রত্যাশীদের  কাছ থেকে সরকার নির্ধারিত ফির অতিরিক্ত টাকাসহ ৩ জনকে হাতেনাতে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

রোববার দুপুরে রংপুর দুদকের সমন্বিত জেলা কার্যালয় থেকে এনফোর্সমেন্ট টিমের ৬ সদস্য এ অভিযান পরিচালনা করেন। আটকরা হলেন- সোহেল, কাঞ্চন ও রুবেল নামের তিন যুবক। তাদের বাড়ি গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের জেলখানা সংলগ্ন এলাকায়।

এদিকে যশোর জেলা নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে গ্রাহকদের জাতীয় পরিচয়পত্র সংশোধন, স্মার্টকার্ড প্রদানসহ বিভিন্ন সেবাপ্রদানে অনিয়ম ও হয়রানির অভিযোগ পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে রোববার  দুদকের যশোর সমন্বিত জেলা কার্যালয় থেকে আরেকটি এনফোর্সমেন্ট টিম অভিযান চালায়। 

এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তাকে (ইউএনও) জিজ্ঞাসাবাদ করা হয়। এছাড়াও সেবাপ্রত্যাশীদের সঙ্গে অভিযোগের বিষয়ে কথা বলে এনফোর্সমেন্ট টিম। অভিযানকালে সংগৃহীত রেকর্ডপত্র যাচাই করে এনফোর্সমেন্ট টিম কমিশনের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেবে।
 

আরও পড়ুন

×