গাইবান্ধা পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, আটক ৩

আটক ব্যক্তিরা। ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৪ | ০০:১৬
গাইবান্ধা আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় সেবাপ্রত্যাশীদের কাছ থেকে সরকার নির্ধারিত ফির অতিরিক্ত টাকাসহ ৩ জনকে হাতেনাতে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
রোববার দুপুরে রংপুর দুদকের সমন্বিত জেলা কার্যালয় থেকে এনফোর্সমেন্ট টিমের ৬ সদস্য এ অভিযান পরিচালনা করেন। আটকরা হলেন- সোহেল, কাঞ্চন ও রুবেল নামের তিন যুবক। তাদের বাড়ি গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের জেলখানা সংলগ্ন এলাকায়।
এদিকে যশোর জেলা নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে গ্রাহকদের জাতীয় পরিচয়পত্র সংশোধন, স্মার্টকার্ড প্রদানসহ বিভিন্ন সেবাপ্রদানে অনিয়ম ও হয়রানির অভিযোগ পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে রোববার দুদকের যশোর সমন্বিত জেলা কার্যালয় থেকে আরেকটি এনফোর্সমেন্ট টিম অভিযান চালায়।
এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তাকে (ইউএনও) জিজ্ঞাসাবাদ করা হয়। এছাড়াও সেবাপ্রত্যাশীদের সঙ্গে অভিযোগের বিষয়ে কথা বলে এনফোর্সমেন্ট টিম। অভিযানকালে সংগৃহীত রেকর্ডপত্র যাচাই করে এনফোর্সমেন্ট টিম কমিশনের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেবে।
- বিষয় :
- দুদক
- পাসপোর্ট দালাল
- রংপুর