আবার পেছালো শিক্ষার্থী অরিত্রি আত্মহত্যা মামলার রায়

ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী অরিত্রী অধিকারী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ মার্চ ২০২৪ | ১৬:২২ | আপডেট: ০৩ মার্চ ২০২৪ | ১৭:০৫
ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী অরিত্রী অধিকারীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় ওই প্রতিষ্ঠানের দুই শিক্ষিকার বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার জন্য আগামী ৯ এপ্রিল ধার্য করা হয়েছে।
ওই দুই শিক্ষিকা হলেন নাজনীন ফেরদৌস ও জিন্নাত আরা। এ নিয়ে তিনবারের মতো পেছালো এই মামলার রায় ঘোষণার দিন। খবর বাসসের।
রোববার (৩ মার্চ) ঢাকার ১২ নম্বর অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন। আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
২০১৯ সালের ১৬ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। ওই বছরের ২০ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা মহানগর ডিবি পরিদর্শক কাজী কামরুল ইসলাম ওই দুই আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় শ্রেণি শিক্ষক হাসনা হেনাকে অব্যাহতি দেওয়া হয়।
মামলার অভিযোগে বলা হয়, ২০১৮ সালে ৩ ডিসেম্বর রাজধানীর শান্তি নগরের নিজ বাসায় ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয় নবম শ্রেণির শিক্ষার্থী অরিত্রি। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের অভিযোগ, পরীক্ষার সময় অরিত্রীর কাছে মোবাইল ফোন পাওয়ার পর তার মা-বাবাকে ডেকে নিয়ে ‘অপমান করেছিলেন’ অধ্যক্ষ। সে কারণে ওই কিশোরী আত্মহত্যা করে। স্কুল কর্তৃপক্ষের দাবি, অরিত্রী বার্ষিক পরীক্ষায় মোবাইল ফোনে নকলসহ ধরা পড়েছিলেন। অরিত্রীর মৃত্যুর পর শিক্ষার্থী ও অভিভাবকদের একটি অংশ টানা তিন দিন স্কুলের সামনে বিক্ষোভ করে।
অরিত্রীর আত্মহত্যায় ঘটনায় রাজধানীর পল্টন থানায় তার বাবা দিলীপ অধিকারী বাদী হয়ে ২০১৮ সালের ৪ ডিসেম্বর মামলা করেন।