ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

১২ বছরে প্রাথমিকে ২ লাখ ৩৮ হাজার ৫৭৯ শিক্ষক নিয়োগ: গণশিক্ষা প্রতিমন্ত্রী

১২ বছরে প্রাথমিকে ২ লাখ ৩৮ হাজার ৫৭৯ শিক্ষক নিয়োগ: গণশিক্ষা প্রতিমন্ত্রী

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৪ | ১৯:১৮

বিগত ১২ বছরে প্রাথমিক বিদ্যালয়ে ২ লাখ ৩৮ হাজার ৫৭৯ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে বলে সংসদকে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বেগম রুমানা আলী।

রোববার সংসদের বৈঠকে চট্টগ্রাম-১১ আসনের এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী জানান, গত এক যুগে প্রাথমিক বিদ্যালয়ের জন্য প্রধান শিক্ষক হিসেবে ৫ হাজার ২০৫ জন এবং ২ লাখ ৩৩ হাজার ৩৭৪ জন সহকারী শিক্ষকসহ মোট ২ লাখ ৩৮ হাজার ৫৭৯ জন শিক্ষক-শিক্ষিকা নিয়োগ দেওয়া হয়েছে।

এ সময় বেসরকারি ও রেজিস্ট্রার প্রাথমিক বিদ্যালয়ের এক লাখ ৪ হাজার ৮৭৫ জন শিক্ষক-শিক্ষিকার চাকুরি সরকারি করা হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন

×