ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

স্বাধীনতা দিবসেই চালু হবে বিমানের রোম ফ্লাইট: শফিউল আজিম

স্বাধীনতা দিবসেই চালু হবে বিমানের রোম ফ্লাইট: শফিউল আজিম

ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ মার্চ ২০২৪ | ১৪:২৭ | আপডেট: ১১ মার্চ ২০২৪ | ১৭:৩৭

আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসের দিনেই ঢাকা-রোম ফ্লাইট চালু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সোমবার বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শফিউল আজিম এ কথা জানিয়েছেন। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় বিমানের যানবাহন শাখায় আয়োজিত নতুন গ্রাউন্ড ইকুইপমেন্ট কমিশনিং ও যানবাহন প্রদর্শনী-২০২৪ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। 

তিনি বলেন, বিশ্বে পরিচিতি বাড়ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের। চলতি বছরের ডিসেম্বরে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট পরিচালনার প্রস্তুতি চলছে। 

বিমান এমডি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রতিষ্ঠা করেন। একই সঙ্গে গ্রাউন্ড হ্যান্ডলার হিসেবে বিমান আত্মপ্রকাশ করে। বিমান জিএসই বিভাগের বহরে ২৯৩টি আধুনিক গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট রয়েছে। 

তিনি বলেন,  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং এর জন্য আগামী ছয়মাসের মধ্যে আরও  শতাধিক বিভিন্ন ধরনের আধুনিক নতুন মডেলের গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট যুক্ত হচ্ছে বিমানর জিএসই বিভাগে। বিমান যানবাহন উপবিভাগে ঢাকাসহ অভ্যন্তরীণ স্টেশনগুলোতে বিভিন্ন ধরনের ৫৩ সেডান কার, ৬৩ মাইকো বাস, ৩টি পাঁজারো জিপ, ৬টি পিক-আপ ভ্যান, ২টি অ্যাম্বুলেন্স, ৪টি মোটরসাইকেল ও ১টি মিনিবাস রয়েছে।

আরও পড়ুন

×