ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

হেঁটে বিশ্ব ভ্রমণে যাচ্ছেন সাইফুল

হেঁটে বিশ্ব ভ্রমণে যাচ্ছেন সাইফুল

ছবি-সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ মার্চ ২০২৪ | ১৭:০২

হেঁটে বিশ্ব ভ্রমণে বের হচ্ছেন বাংলাদেশি হাইকার সাইফুল ইসলাম শান্ত। শুক্রবার সকালে রাজধানীর সংসদ ভবন এলাকা থেকে হেঁটে বিশ্ব ভ্রমণে বের হবেন তিনি। তার এই ভ্রমণের স্লোগান হচ্ছে- ‘সেইভ ট্রিস, মিনিমাইজ গ্লোবাল ওয়ার্মিং।’

বুধবার বেলা ১১টায় পল্টনের ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আশরাফুজ্জামান উজ্জ্বলসহ অন্যরা।

জানা যায়, সাইফুল ইসলাম শান্ত ২২ মার্চ ২০২৪ তারিখে ঢাকা থেকে হাঁটা শুরু করে যশোর-বেনাপোল সীমান্ত পার হয়ে কোলকাতায় পৌঁছাবেন। এরপর ভারতের, ঝাড়খন্ড, পাটনা, লখনৌ, উত্তর প্রদেশ হয়ে ভারতের রাজধানী দিল্লি এবং পরিকল্পনা অনুযায়ী উজবেকিস্তানে যাবেন। তারপর তিনি পর্যায়ক্রমে মধ্য এশিয়ার তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান, কাজাখস্তান, মঙ্গোলিয়া, রাশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ফিলিপাইনসহ এশিয়ার অন্যান্য দেশ ভ্রমণ করবেন। এশিয়া মহাদেশ ভ্রমণের পর তিনি আফ্রিকা এবং ইউরোপ ভ্রমণে যাবেন। তারপর তিনি উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা ও অস্ট্রেলিয়া মহাদেশ ভ্রমণের পর অ্যান্টার্কটিকা মহাদেশে গিয়ে বিশ্বভ্রমণ শেষ করবেন।

এর আগে শান্ত ২০২২ সালের ১৪ জানুয়ারি থেকে ২৯ মার্চ পর্যন্ত ৭৫ দিনে হেঁটে বাংলাদেশের ৬৪ জেলা (৩০০০ কিলোমিটার) ভ্রমণ করেছেন। এছাড়া তিনি ২০২২ সালের ৭ অক্টোবর তারিখে ঢাকা থেকে হাটা শুরু করে বেনাপোল সীমান্ত ও কোলকাতা হয়ে দার্জিলিংয়ে ভারতের পশ্চিম বাংলার সর্বোচ্চ উঁচু স্থান সান্দাকফু পর্যন্ত অভিযান করেন। এই ভ্রমণে তিনি ৬৪ দিনে ১৫০০ কিলোমিটার পথ অতিক্রম করেন।

জলবায়ুর অস্বাভাবিক পরিবর্তনের কারণে মানবজাতি এবং বাংলাদেশ যেহেতু অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছে, তাই আমাদের দেশের প্রাকৃতিক বিপর্যয় এবং সমগোত্রীয় দেশগুলোর ঝুঁকি মোকাবিলায় সচেতনতা তৈরির লক্ষ্যে শান্ত ‘সেইভ ট্রিস, মিনিমাইজ গ্লোবাল ওয়ার্মিং’ কে তার বিশ্বভ্রমণের প্রতিপাদ্য বিষয় নির্বাচন করেছেন। ভ্রমণকালে তিনি বিভিন্ন দেশের বিভিন্ন কমিউনিটি ও স্কুল কলেজে পরিবেশ রক্ষায় গাছ লাগানো এবং গাছ সংরক্ষণের বিষয়ে সচেতনতার বার্তা পৌঁছে দিবেন। 

সাইফুল ইসলাম শান্তর পুরো বিশ্বভ্রমণের সার্বিক তত্ত্বাবধান ও মনিটরিংয়ে থাকবে বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশন এবং হাইকার সোসাইটি অব বাংলাদেশ। প্রাথমিকভাবে দেশের বিভিন্ন স্পোর্টস সংগঠন এবং এথলেটরা তার হাঁটার দূরত্বের কিলোমিটার হিসেবে তাকে আর্থিকভাবে সহায়তা করছে। সংবাদ বিজ্ঞপ্তি। 

আরও পড়ুন

×