ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

নাইকো দুর্নীতি মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১৪ মে

নাইকো দুর্নীতি মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১৪ মে

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৪ | ১৭:২৬

নাইকো দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ ১৪ মে ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার এ মামলার সাক্ষ্যগ্রহণের ধার্য দিনে সাক্ষী আব্দুল বাকীকে আইনজীবীরা জেরা করেন। এরপর ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেন।

এদিকে অসুস্থ থাকায় খালেদা জিয়া আজ আদালতে হাজির হতে পারেননি। তার পক্ষে আইনজীবী হাজিরা দাখিল করেন।

কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগ এনে খালেদা জিয়াসহ অন্যান্যদের বিরুদ্ধে ২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

তদন্তের পর ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়। গত বছরের ১৯ মার্চ আদালত খালেদা জিয়াসহ ৮ আসামির অব্যাহতির আদালত নাকচ করে চার্জ গঠনের আদেশ দেন। এরপর সাক্ষ্যগ্রহণ শুরু হয়। গত বছর অক্টোবরে কানাডা অ্যান্ড রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশের ২ সদস্য কেবিন দুগ্গান ও লয়েড শোয়েপ সাক্ষ্য দেন।

আরও পড়ুন

×