ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

কড়াইল বস্তিতে আগুন

ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেবে সমাজকল্যাণ মন্ত্রণালয়

ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেবে সমাজকল্যাণ মন্ত্রণালয়

ফ্যামিলি কিটস বিতরণ করছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৪ | ০১:১২

সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার রয়েছে। যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে। পাশাপাশি সিএসপিবি প্রকল্প থেকেও সহযোগিতা অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার রাজধানীর টিএন্ডটি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তরের ‘চাইল্ড সেনসিটিভ সোশ্যাল প্রটেকশন ইন বাংলাদেশ, প্রকল্প ফেইজ-২’ ও ইউনিসেফের উদ্যোগে ক্ষতিগ্রস্ত ৩০৫ পরিবারের মধ্যে ফ্যামিলি কিটস বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি শেলডন ইয়েট।

প্রসঙ্গত, গত ২৪ মার্চ কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে প্রায় ৩০০টি পরিবারের শিশুসহ প্রায় ১ হাজার ২০০ (শিশু- ৪৫০ জন, তৃতীয় লিঙ্গের-১৬ জন) জন মানুষ ক্ষতিগ্রস্ত হন। ওই অগ্নিকাণ্ডে সমাজসেবা অধিদপ্তরের অধীন সিএসপিবি প্রকল্পের মাধ্যমে পরিচালিত একটি সমাজভিত্তিক শিশুসুরক্ষা কমিটির কার্যালয় এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত একটি শিশু সুরক্ষা কমিউনিটি হাব সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

আরও পড়ুন

×