ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট শ্যালক-দুলাভাই

যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট শ্যালক-দুলাভাই

গৌরনদীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল। ছবি - সময়কাল

সমকাল ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৪ | ১২:২৯

রাত পোহালে ঈদ। আর তাঁর আগেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের দু'জন। ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার ইল্লা বটতলা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

মঙ্গলবার রাতে গৌরনদীর ওই সড়কে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে মারা যান উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের নারায়নপুর গ্রামের উজ্জল সরদার এবং তাঁর শ্যালক বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গুয়াখোলা গ্রামের বাসিন্দা দ্বীন ইসলাম।

গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল মোল্লা জানান, ঈদের ছুটি কাটাতে দুলাভাই উজ্জ্বল তার শ্যালক দ্বীন ইসলামকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকাগামী চেয়ারম্যান পরিবহনেরএকটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থালেই মারা যান তারা। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ পার্শ্ববর্তী ভূরঘাটা বাসস্ট্যান্ড এলাকা থেকে বাসটি জব্দ করে।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসেরএকটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধারকরে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দিয়েছে।

আরও পড়ুন

×