শাহজালালে বেড়েছে যাত্রীর চাপ, সামলাতে হিমশিম

ছবি- সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৪ | ১৯:২২ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৪ | ২১:৫৬
প্রিয়জনের সঙ্গে পবিত্র ঈদুল ফিতর ও নববর্ষের আনন্দ ভাগাভাগি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। দ্রুত ও নিরাপদে গন্তব্যে পৌঁছাতে রাজধানীমুখী যাত্রীদের অনেকে বেছে নিচ্ছেন আকাশপথ। এ কারণে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীর চাপ বেড়েছে। বিমানবন্দর দিয়ে প্রতিদিন ৪০ হাজারেরও বেশি যাত্রী তাদের গন্তব্যে ফিরছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। অতিরিক্ত যাত্রীর চাপ সামলাতে ঘাম ছুটছে বিমানবন্দরের নিরাপত্তা কর্মীদের, খেতে হচ্ছে হিমশিম।
বিমানবন্দর সংশ্লিষ্টরা জানান, অভ্যন্তরীণ রুটে বিমানসহ বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইটে যাত্রীর চাপ অনেক বেশি। সোমবার সকাল থেকে তা আরও বেড়েছে।
হযরত শাহজালাল অন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী কর্মকর্তা গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম জানান, বিমানবন্দর দিয়ে দিনে প্রায় ৪০ হাজার মানুষ রাজধানীতে ফিরছেন।
তিনি বলেন, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের ফ্লাইটসহ বিমানবন্দরে প্রতিদিন দেশি-বিদেশি এয়ারলাইন্সের অন্তত ৩৫০টি ফ্লাইট উড্ডয়ন-অবতরণ করছে। এর মধ্যে অভ্যন্তরীণ টার্মিনালে ১৬০-১৭০ এবং আন্তর্জাতিক টার্মিনাল থেকে ১৬০-১৭৫টি ফ্লাইট উড্ডয়ন-অবতরণ করে।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক ও জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম সমকালকে বলেন, পবিত্র ঈদুল ফিতর ও নববর্ষের দীর্ঘ ছুটি ভোগ করে দ্রুত ও নিরাপদে গন্তব্যে ফিরতে যাত্রীরা আকাশপথ বেছে নিচ্ছে। বিশেষ করে যশোর-ঢাকা, সৈয়দপুর-ঢাকা এবং রাজশাহী-ঢাকা রুটে যাত্রীর বাড়তি চাপ রয়েছে। এ ছাড়া মালদ্বীপ-ঢাকা, ব্যাংকক-ঢাকা এবং কলকাতা-ঢাকার আন্তর্জাতিক রুটেও যাত্রীর চাপ রয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক ও জনসংযোগ কর্মকর্তা তাহেরা খন্দকার সমকালকে বলেন, দেশের অভ্যন্তরীণ সব রুটে বিমানের ফ্লাইট চলছে। সব রুটেই যাত্রীর কমবেশি চাপ রয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শফিউল আজিম জানান, যাত্রীর চলাচলের সুবিধার্থে দেশের অভ্যন্তরীণ সব রুটে বিমানের ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। বরিশাল রুটে কোনো বেসরকারি প্রতিষ্ঠান সেবা না দিলেও বিমানের ফ্লাইট চলছে।
তিনি বলেন, বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কাজে বিমানের প্রশিক্ষিত দক্ষ জনবল পালাক্রমে দায়িত্ব পালন করছে। বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিং কাজের জন্য আধুনিকমানের বিভিন্ন সরঞ্জাম রয়েছে।
দেশের অভ্যন্তরীণ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছাড়াও ৩টি বেসরকারি বিমান সংস্থা ফ্লাইট পরিচালনা করছে। তবে বরিশাল রুটে বিমান ছাড়া বেসরকারি কোনো এয়ারলাইন্স ফ্লাইট পচিালনা করছে না।