ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

জবিতে অনিদিষ্টকালের জন্য অনলাইন ক্লাস, বন্ধ থাকবে পরীক্ষা 

জবিতে অনিদিষ্টকালের জন্য অনলাইন ক্লাস, বন্ধ থাকবে পরীক্ষা 

ফাইল ছবি

জবি প্রতিবেদক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৪ | ১৭:৪৭

তীব্র দাবদাহে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল ক্লাস অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রাশাসন। এ সময় সব ধরনের পরীক্ষাও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আইনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এততে বলা হয়েছে, দেশে চলমান তাপদাহের কারণে স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সশরীরে সকল ক্লাস, পরীক্ষা বন্ধ থাকবে। তবে অনলাইনে ক্লাস ও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কার্যক্রম যথারীতি চালু থাকবে।

এ ছাড়া তীব্র তাপদাহে স্বাস্থ্যঝুঁকি এড়াতে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সকলকে অনুরোধ জানানো হয়।

এর আগে গত ২১ এপ্রিল এক জরুরি সভায় তীব্র দাবদাহে এক সপ্তাহের জন্য সব ক্লাস অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে দাবদাহের তীব্রতা না কমায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য অনলাইনে ক্লাস নেওয়ার এবং সকল পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হলো।

আরও পড়ুন

×