ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

পিনাকী ভট্টাচার্যসহ ২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল

পিনাকী ভট্টাচার্যসহ ২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল

পিনাকী ভট্টাচার্য - ফাইল ছবি

আদালত প্রতিবেদক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৪ | ২১:১১

অনলাইন অ্যাকটিভিস্ট, লেখক পিনাকী ভট্টাচার্যসহ দু’জনের বিরুদ্ধে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করা হয়েছে। মিথ্যা তথ্য ছড়িয়ে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় তাদের অভিযুক্ত করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগ। পিনাকী ভট্টাচার্য বিদেশে থাকায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।

রোববার রাজধানীর রমনা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের এসআই নিজাম উদ্দিন ফকির এসব তথ্য জানান।

মামলায় অপর অভিযুক্ত হলেন প্রধান আসামি ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিক। তাঁকে তাঁর বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তিনি জামিনে মুক্তি পান।

তবে সুনির্দিষ্ট সাক্ষ্য-প্রমাণ না পাওয়ায় আরেক আসামি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপ-প্রেস সচিব মুশফিকুল ফজল আনসারীকে অব্যাহতির আবেদন করা হয়।

আদালত সূত্রে জানা যায়, গত ৭ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা ও সিটিটিসির উপ-পরিদর্শক মোহাম্মদ রাহাত হোসেন আদালতে এ চার্জশিট দাখিল করেন। চার্জশিটে ১৭ জনকে সাক্ষী করা হয়। ২৫ এপ্রিল মামলাটি বিচারের জন্য ঢাকার সাইবার ট্রাইব্যুনালে বদলি করা হয়েছে।

জানা যায়, ২০২২ সালের ১৫ অক্টোবর রাজধানীর রমনা থানায় পিনাকী ভট্টাচার্যসহ তিনজনের বিরুদ্ধে মামলাটি করেন সিটিটিসির উপ-পরিদর্শক এম আবদুল্লাহিল মারুফ। 

আরও পড়ুন

×