জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮ মে’র পরীক্ষা স্থগিত

ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৪ | ১৯:১৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী ৮ মে অনুষ্ঠিতব্য ২০২২ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা অনিবার্য কারণে স্থগতি করা হয়েছে। স্থগিত এ পরীক্ষা আগামী ৯ মে বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ বিভাগের এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ কথা জানানো হয়। এতে বলা হয়, এ পরীক্ষার পূর্ব ঘোষিত অন্যান্য তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে।
এদিকে, ২০২২ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষের ৮ মে পরীক্ষাও অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। এই পরীক্ষা ১৪ মে অনুষ্ঠিত হবে। এ পরীক্ষার পূর্ব ঘোষিত অন্যান্য তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে। সংবাদ বিজ্ঞপ্তি।
- বিষয় :
- জাতীয় বিশ্ববিদ্যালয়
- পরীক্ষা
- স্থগিতাদেশ