পিজিসিবির ৩ নতুন সঞ্চালন লাইন সফলভাবে চালু

প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ মে ২০২৪ | ১৬:১২ | আপডেট: ১১ মে ২০২৪ | ১৬:৪২
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) নির্মিত তিনটি নতুন লাইন চালু হয়েছে ৷ ‘করেরহাট - চৌমুহনী ২৩০ কেভি ফোর সার্কিট সঞ্চালন লাইন’ শনিবার দুপুর ১টায় চৌমুহনী গ্রিড উপকেন্দ্র প্রান্ত থেকে ভোল্টেজ দিয়ে সফলভাবে চার্জ (চালু) করা হয়েছে।
এর আগে শুক্রবার সকাল ১০ টায় ‘চৌমুহনী-কচুয়া ২৩০ কেভি ফোর সার্কিট সঞ্চালন লাইন’ এবং ‘চৌমুহনী - মাইজদী ২৩০ কেভি ডাবল সার্কিট সঞ্চালন লাইন’ চৌমুহনী গ্রিড উপকেন্দ্র থেকে ভোল্টেজ দিয়ে সফলভাবে চার্জ (চালু) করা হয়।
পিজিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।
নবনির্মিত লাইনগুলো আগামী দিনগুলোতে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালনে গুরুত্বপূর্ণ ও কার্যকর ভুমিকা রাখবে এবং এর ফলে গ্রিডের সক্ষমতা বাড়বে বলে পিজিসিবি আশা করছে ৷
‘করেরহাট - চৌমুহনী’, ‘চৌমুহনী-কচুয়া’ এবং ‘চৌমুহনী-মাইজদী’ লাইনসমূহের দৈর্ঘ্য যথাক্রমে ৫৩ কিলোমিটার, ৫০ কিলোমিটার এবং ২০ কিলোমিটার।
পিজিসিবি’র ‘পূর্বাঞ্চলীয় গ্রিড নেটওয়ার্কের পরিবর্ধন ও ক্ষমতাবর্ধন (ইএসপিএনইআর)’ শীর্ষক প্রকল্পের আওতায় নতুন লাইনগুলো নির্মাণ করা হয়েছে। উন্নয়ন সহযোগী সংস্থা বিশ্ব ব্যাংক, বাংলাদেশ সরকার এবং পিজিসিবি সম্মিলিতভাবে এ প্রকল্পে অর্থায়ন করেছে।
- বিষয় :
- পিজিসিবি
- সঞ্চালন লাইন
- বিদ্যুৎ সঞ্চালন